ক্রীড়া ডেস্ক:
প্রায় এক বছর দুই মাস পর আজ (৩১ মে) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) । চলতি বছর টি- টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগ হবে টি- টোয়েন্টি ফরম্যাটে।
প্রতিদিন লিগের ৬টি ম্যাচ হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। সকালে বিকেএসপিতে আরো দুই ম্যাচে লড়বে রুপগঞ্জ-ওল্ডডিওএইচএস এবং প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স ইউনিয়ন। দুপুরে বিকেএসপিতে মাঠে নামবে সাকিব আল হাসানের মোহামেডান ও শাইনপুকুর ক্লাব।
এছাড়া, শেখ জামাল ধানমন্ডি ক্লাব- খেলাঘর কল্যাণ সমিতি এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স মাঠে নামবে।
করোনার সময়ে প্রতিটি দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা মাঠ এবং টিম হোটেল ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। কোন ক্লাব কিংবা কর্মকর্তা স্বাস্থ্যবিধির নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে বিসিবি কঠোর ব্যবস্থা নেবে। এদিকে, চলতি মৌসুমে প্রিমিয়ার ক্রিকেট লিগের স্পন্সর করছে ওয়ালটন গ্র“প।