আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ রোববার রাতে ঢাকায় আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। আর সোমবার ঢাকায় রাতে ফেরার কথা পেস বোলিং কোচ ওটিস গিবসনের।

গেল মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষেই নিজেদের দেশে গিয়েছিলেন ডোমিঙ্গো। করোনাভাইরাসের কারণে আটকা পড়েন তিনি। সাড়ে পাঁচ মাস পর আজ রাত পৌনে ১২টায় ঢাকায় এসে পৌঁছার কথা ডোমিঙ্গোর।

ঢাকায় পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন ডোমিঙ্গো-কুক ও গিবসন। এর পরই তামিম-মুশফিকদের নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করবেন তাঁরা।

এ ব্যাপারে বিসিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘গেল ২ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিল ডোমিঙ্গোর। কিন্তু ফ্লাইট জটিলতায় আগামীকাল ঢাকায় পৌঁছার কথা তাঁর।’

তবে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

আকরাম খান আরো বলেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে ম্যাকমিলানের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। আশা করছি বাংলাদেশের ব্যাটসম্যানদের সহযোগিতা করতে সুবিধা হবে নতুন ব্যাটিং কোচের।’

এদিকে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার পর খেলোয়াড়দের ২০ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। এর পর ২১ সেপ্টেম্বর থেকে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটররা। আর শ্রীলঙ্কা সফরের জন্য ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা টাইগারদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে