মোঃ বেলাল হোসেন,বগুড়া :

তারিখ :১০ মে ২০২১ সোমবার
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আজিজিয়া আশরাফিয়া রক্তদান সংস্থার কেন্দ্রীয় শাখার আয়োজনে প্রায় ৩০০(তিন শতাধিক)গরীব, দুঃস্থ, ও প্রতিবন্ধীদের মাঝে সেমাই, চিনি, দুধ, বাদাম, কিসমিস, প্যাকেজিং করে ঈদ সামগ্রী সুমহ বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এম আমিরুল ইসলাম। তিনি তার বক্তবে বলেন যে এই সংস্থা শুধু মানুষকে রক্তই দেয় না, অসহায় মানুষের বিপদে সাধ্যানুযায়ী চেষ্টা করে তাদের পাশে থাকার,কারন আমরা কখনো কোন ব্যাক্তি কিংবা দলের হয়ে কাজের জন্য এই সংস্থা গঠন করিনি আমাদের একটাই পরিচয় আমরা স্বেচ্ছাসেবী।

উক্ত কর্মসূচিতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,জনাব আহম্মেদুর রহমান বিপ্লব,দুপচাচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান, ও প্রধান উপদেষ্টা অত্র সংস্থা। তিনি বলেন এটা আমার প্রানের সংগঠন আর আমি যতদিন বেচে আছি এই সংস্থার সাথে কাজ করে যাবো, কারন রক্তদান মহান দান এ কাজ সবার দ্বারা সম্ভব নয়, আর এর প্রতিদান পরকালে আল্লাহ অবশ্যই দিবেন, আল্লাহ যেন আমাদের সকল স্বেচ্ছাসেবী ভাইদের মানুষের কল্যানে কাজ করার জন্য আরো শক্তি ও সাহস দেয়।আরো উপস্থিত ছিলেন,জনাব ফেরদৌস রহমান সাধারন সম্পাদক অত্র সংস্থা,তথ্য সম্পাদক নাজমুল হক,উপদেষ্টা ডাঃ জুলফিকার আলী জুয়েল,অত্র সংস্থার ঢাকা কলাবাগান থানা সভাপতি ফার্মাসিস্ট রাজেদুজ্জামান শ্বরন ও জননেতা মিলন,ইমরুল,উজ্জ্বল এবং পিরব ইউনিয়ন শাখার উপদেষ্টা সভাপতি জনাব বায়েজীদ মাষ্টার,আটমুল ইউনিয়ন শাখার সভাপতির তৌহিদুল ইসলাম,কালাই ইউনিয়ন শাখার সভাপতি আতিকুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

সার্বিক ব্যাবস্থাপনা ও পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় গ্রুপ পরিচালক জনাব মশিউর রহমান, প্রচার সম্পাদক আব্দুল কাদের, মোহাইমিনুর, ওমরফারুক, মাহবুব,গোলাম রব্বানী, শাহীন, কবির, আলী হাসান প্রমুখ।

সংস্থার স্লোগান ছিলো -স্রষ্টার খুশির জন্য সৃষ্টির সেবায় আমরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে