আগুনপাখি
মহীতোষ গায়েন
সব গাছে,তৃণে লিখে রাখি মায়ের স্মৃতি
মায়ের মৃত্যুর কথা কিভাবে ভুলতে পারি,
চিতার আগুনে জ্বলে ওঠা শরীর প্রেরণা;
আগুন প্রতিবাদের,জেনেছে আগুনপাখি।
ডুবতে ডুবতে কিভাবে খড়কুটো ধরে বেঁচে
ফিরতে হয় শিখে গেছি,হারতে হারতে জয়
কিভাবে রপ্ত করতে হয়,কিভাবে বেইমান
সুখ খেতে আসে,জেনেছি তার চোখ,ভাষা।
প্রতিবাদ প্রতিরোধগুলো যেদিন বিস্ফোরণ
ঘটাবে সেদিন শোষক বুঝে যাবে তার বাসা
বাড়ি এবার ধ্বংস হবে,ধ্বংস হবে শোষণের
ইমারত,চিতার আগুনে দীপ্ত সে আগুনপাখি।
আগুনপাখিরা আগুনে শপথ নিয়ে আগুন
ছড়ায় সমূহ সমাজে,সেই আগুন পোড়ায় না,
শান্তির জল ছড়িয়ে সমাজকে পরিশুদ্ধ করে
আগুনপাখিরা শাশ্বত আসে প্রেমে প্রতিরোধে।