নিজস্ব প্রতিবেদক:

 আগামী ২৯শে মে থেকে সৌদি আরবে আবারো ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রবাসীদের সৌদি আরবে হোটেলে কোয়ারিন্টিনে থাকা নিশ্চিত করেই ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার রাতে বিমানের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে সৌদি আরবগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও টিকিটের জন্য বিমানের সেলস কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। ভিসার মেয়াদের উপর অগ্রধিকারের ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করার কথাও বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে