Dhaka ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

“আগামী বছর প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে।”-প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
  • ৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক: শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো দেশের আরও ৩১টি উপজেলা। আজ (মঙ্গলবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুটি বিদ্যুৎকেন্দ্র, ১১টি গ্রিড উপকেন্দ্র্র ও ছয়টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজধানী বা শহর কেন্দ্রিক নয়, সরকার প্রান্তিক পর্যায়ে সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী। প্রতিহিংসা পরায়ন হয়ে দেশের কোন এলাকাকে উন্নয়নবঞ্চিত রাখবে না। ২০২১ সালে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে দেশ। বর্তমানে দেশের ৯৭ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় রয়েছে উলে­খ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় আসার পর আমাদের প্রধান চেষ্টা ছিল রাস্তাঘাটের উন্নয়ন ও বিদ্যুতের ব্যবস্থা। শুধু বাতি জ্বেলে বসে থাকা নয়। বিদ্যুৎ থাকলে কর্মসংস্থানের ও অর্থনৈতিক উন্নয়নের একটা সুযোগ সৃষ্টি হয়। ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক বাড়িয়েছি।’

২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শহরের পাশাপাশি গ্রামের মানুষও যাতে বিদ্যুৎ পায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। গ্রাহকদের বিদ্যুতের অপচয় না করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

ভার্চুয়াল কনফারেন্সে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন। এছাড়া মন্ত্রণালয়ের সচিব এবং ২৭টি জেলার জনপ্রতিনিধিরাও যুক্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

“আগামী বছর প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে।”-প্রধানমন্ত্রী

Update Time : ০৯:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক: শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো দেশের আরও ৩১টি উপজেলা। আজ (মঙ্গলবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুটি বিদ্যুৎকেন্দ্র, ১১টি গ্রিড উপকেন্দ্র্র ও ছয়টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজধানী বা শহর কেন্দ্রিক নয়, সরকার প্রান্তিক পর্যায়ে সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী। প্রতিহিংসা পরায়ন হয়ে দেশের কোন এলাকাকে উন্নয়নবঞ্চিত রাখবে না। ২০২১ সালে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে দেশ। বর্তমানে দেশের ৯৭ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় রয়েছে উলে­খ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় আসার পর আমাদের প্রধান চেষ্টা ছিল রাস্তাঘাটের উন্নয়ন ও বিদ্যুতের ব্যবস্থা। শুধু বাতি জ্বেলে বসে থাকা নয়। বিদ্যুৎ থাকলে কর্মসংস্থানের ও অর্থনৈতিক উন্নয়নের একটা সুযোগ সৃষ্টি হয়। ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক বাড়িয়েছি।’

২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শহরের পাশাপাশি গ্রামের মানুষও যাতে বিদ্যুৎ পায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। গ্রাহকদের বিদ্যুতের অপচয় না করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

ভার্চুয়াল কনফারেন্সে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন। এছাড়া মন্ত্রণালয়ের সচিব এবং ২৭টি জেলার জনপ্রতিনিধিরাও যুক্ত ছিলেন।