করোনা ভাইরাসের প্রভাব থাকলেও আগামী বছর নির্ধারিত সূচি অনুযায়ী টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সহ-সভাপতি জন কোটস।
বিশ্বের অনেক দেশেই এখন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। আর এই পরিস্থিতিতে আশার আলো দেখছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। জাপানেও করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে। জাপান এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আলোচনা করেই টোকিও গেমস আয়োজনে তারা আশাবাদী।
আইওসি’র সহ-সভাপতি জন কোটস জানিয়েছেন, এই করোনা পরিস্থিতি জয় করেই অলিম্পিক গেমস আয়োজন করা হবে। ২০১১ সালে জাপানে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির উদাহরণ দিয়ে কোটস বলেন, গেমস অনুষ্ঠিত হবে। জাপানের অতীত ইতিহাস থেকে বলা যায় ভয়াবহ প্রাকৃতির বিপর্যয়ের পরেও গেমস নতুনভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন সুড়ঙ্গের শেষ মাথায় একবিন্দু আলো দেখছি, কোভিড স্বত্বেও তাই গেমস আয়োজনে আমরা প্রস্তুত।
নতুন সূচি অনুযায়ী আগামী বছর ২৩ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিক গেমস। চলতি বছরের জুলাইয়ে অলিম্পিক গেমস শুরুর কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে তা এক বছর পিছিয়ে দেয়া হয়।