নিজস্ব সংবাদদাতা:

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার ভারিবর্ষণও হয়েছে।

টানা বৃষ্টিতে যেমন তাপমাত্রা কমায় স্বস্তি মিলেছে, তেমনি জনজীবণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও তৈরি হয় জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ।

বর্ষাকাল শেষ হয়ে এলেও এবছর বৃষ্টির তেমন দেখা মিলছিলো না। তবে কিছুদিন ধরেই আবহাওয়া পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। কোথাও কোথাও আবার ভারি বর্ষণও হয়েছে।

টাঙ্গাইলে প্রবল বর্ষণে তলিয়ে গেছে শহরের অধিকাংশ রাস্তা ঘাট। অনেক রাস্তায় হাঁটু সমান পানি জমেছে। এতে চলাচল করতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে শহরবাসীকে।

টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জ শহররে প্রধান সড়কসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং ধানবান্ধি, বাগানবাড়ি, ডোবাপাড়া, হাজীব্যারাকসহ বেশ কয়েকটি মহল্লায় পানি জমে যায়। হয়ে পড়ে চলাচলের অনুপযোগী ।

মাগুরাতেও কিছু সময়ের জন্য মুষলধারে বৃষ্টি হয়েছে। যা জনজীবনে স্বস্তির ছড়ায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে