আগামী ডিসেম্বরে নতুন চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং ডিসেম্বরের প্রথম দিকেই নতুন সভাপতি পাওয়া যাবে। নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়াটি অডিট কমিটির স্বতন্ত্র চেয়ারম্যানের তত্ববধানে হচ্ছে।’

আইসিসি’র সংবিধানে বলা আছে- সংস্থাটির চেয়ারম্যান পদপ্রার্থী হতে হলে সম্ভাব্য প্রার্থীকে অবশ্যই আইসিসি’র সাবেক অথবা বর্তমান যে কোনও বোর্ড পরিচালক হতে হবে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে মনোনয়ন নিশ্চিত করতে হবে।

করোনাভাইরাসের মধ্যে গত ১ জুলাই টানা দুই মেয়াদ শেষে আইসিসি’র সভাপতি পদ থেকে সরে দাঁড়ান শশাঙ্ক মনোহর। এরপর এই নিয়ন্ত্রক সংস্থার অন্তবর্তীকালীন দায়িত্ব পান ইমরান খাওয়াজা।

২০১৬ সালের মে মাসে নির্বাচিত হন মনোহর। আইসিসি’র ইতিহাসে প্রথম স্বাধীন সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে