নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নির্বাচন মানুষের অধিকার। তাই দেশে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। সেটা নিয়ে কারো সন্দেহ থাকলে পর্যবেক্ষক পাঠানোর আহবান জানান তিনি। কাতারে ৩য় ইকোনমিক ফোরামে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন,এক সময় বাংলাদেশে সামরিক সরকার সব কিছু নিয়ন্ত্রণ করতো। এখন সেটা বদলে গেছে।

গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রাম করেছে। দেশের উন্নয়ন করাই তাঁর সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে