নিজস্ব প্রতিবেদক:
ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রায় ৩৩ হাজার গৃহহীন পরিবার সরকারি ঘর পাচ্ছে।
মঙ্গলবার (২৬শে এপ্রিল) ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দেশের বিভিন্ন এলাকার গৃহহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দের জোয়ার বইছে ঘর পাওয়ার তালিকায় স্থান পাওয়া মানুষের মাঝে।
মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পাবেন, সেই আনন্দে মাতোয়ারা হিজড়া স¤প্রদায়ের মানুষেরা। বরাদ্দ পাওয়া ঘরের আঙ্গিনায় বসেই উৎসবে মেতেছেন তারা।
দক্ষিণবঙ্গের নদী বেষ্টিত জেলা বরগুনার ৬ টি উপজেলায় ২৩০৯টি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মিত হচ্ছে। ঈদের আগে উপহার হিসেবে ২২ জন তৃতীয় লিঙ্গের সদস্য বরগুনার সদরের এই আশ্রয়ন প্রকল্পে ঘর পাচ্ছেন।
মঙ্গলবার (২৬শে এপ্রিল) বরগুনার বিভিন্ন উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মিত আশ্রয়নের ৪১১ টি ঘর গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘর পাওয়া মানুষের মধ্যে আছেন ভিক্ষুক, স্বামী পরিত্যাক্তাসহ সংখ্যালঘু স¤প্রদায়ের মানুষেরাও।
মঙ্গলবার ঘর পাচ্ছেন দেশের বিভিন্ন এলাকার ৩২ হাজার ৯শ ৪টি পরিবার। ঘর পাওয়া পরিবারগুলোর অর্থনৈতিক সচ্ছলতা তৈরিতে সরকার পদক্ষেপ নেবে বলে জানান বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে ঘরগুলোকে আরও মজবুত করা হয়েছে বলে জানান এই জেলা প্রশাসক।