ক্রীড়া ডেস্ক:
২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই পেয়েছিলেন বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার মেহেদী হাছান মিরাজ।
বর্ষসেরা ওয়ানডে দলে থাকার পুরস্কার হিসেবে আজ স্বীকৃতির স্মারক হাতে পেয়েছেন তিনি।
আজ (সোমবার) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে তোলা ছবি পোস্ট করেন তিনি।
ফেসবুকে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেয়ার জন্য।’
মেহেদী হাসান মিরাজের সঙ্গে ২০২২ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন, বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।