আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যে টুর্নামেন্টে বিশ্বের তারকা ক্রিকেটাররা অংশ নেবেন। এতে খেলার জন্য নিউজিল্যান্ডের ক্রিকেটারদের এনওসি বা অনাপত্তিপত্র দেবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে স্বাস্থ্যগত সমস্যা হলে তার কোনো দায় বোর্ড নেবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।

আইপিএলে ১৩তম আসরে খেলবেন নিউজিল্যান্ডের ছয় ক্রিকেটার। অধিনায়ক কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে, অলরাউন্ডার জিমি নিশাম কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে, পেসার লোকি ফার্গুসন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, দুই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান ও ট্রেন্ট বোল্ট মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবং স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন।

নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র রিচার্ড বুক পিটিআইকে বলেন, ‘আইপিএলে খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেবে। তবে আইপিএলে খেলার সিদ্ধান্ত খেলোয়াড়দের নিজেদেরই নিতে হবে। আমরা সব কিছু বিচার-বিবেচনা করেই খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেব। তবে সতর্ক থাকার দায়িত্ব পুরোপুরিই খেলোয়াড়দের। আমরা কোনো দায় নেব না। এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। তাদের সব কিছু জানানো হবে।’

আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএলের ১৩তম আসরটি শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আইপিএল আয়োজন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ওই মুখপাত্র, ‘আইপিএল আয়োজন নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের কোনো মতামত থাকার কথা নয়। এ ব্যাপারে আইপিএল কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। কারণ এটি তাদের টুর্নামেন্ট। আর এবার আইপিএলে খেলার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের খেলোয়াড়দের নিজেদেরই নিতে হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে