ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে অংশ নিতে ভারত গেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।

আজ শনিবার (২৭ মার্চ) সকাল পৌনে দশটায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে উড়াল দেন সাকিব।

জানা যায়, সেখানে পৌঁছে কোয়ারেন্টিন পর্ব সেরে কলকাতা নাইট রাইডার্সের মূল দলের সাথে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত, আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। এই আসর উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারির নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ায় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এই দলটিতে এর আগে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার।

সাকিবের আইপিএলে খেলা নিয়ে অবশ্য কম নাটক হয়নি। জনপ্রিয় এ ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছুটি চেয়েছিলেন তিনি। বিসিবি সে ছুটি মঞ্জুর করেও। তবে বোর্ড থেকে জানানো হয়, আইপিএলের জন্য শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে চান না সাকিব।

এই অভিযোগের পর সাকিব বলেছেন, নির্দিষ্টভাবে টেস্ট সিরিজ খেলতে চান না, এমন কথা চিঠিতে উল্লেখ করেননি তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে