একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন যে, প্রায় সব অ্যাম্বুলেন্সের সামনেই ‘অ্যাম্বুলেন্স’ শব্দটা ইংরেজিতে উল্টো করে লেখা থাকে। কেন এ ভাবে ‘অ্যাম্বুলেন্স’ শব্দটা উল্টো করে লেখা থাকে জানেন? এটা কি নিছকই কোনও কায়দা বা স্টাইল, নাকি এর পেছনে কোনও বিশেষ কারণ লুকিয়ে রয়েছে!
আসুন জেনে নেওয়া যাক…
এ কথা নিশ্চয়ই জানেন যে, আমরা যখন আয়নায় কোনও কিছুর প্রতিবিম্ব দেখি, তখন সেটিকে আনুভূমিকভাবে উল্টো দেখি। একই ভাবে অ্যাম্বুলেন্সের সামনে ইংরেজি হরফে উল্টো করে লেখা ‘অ্যাম্বুলেন্স’ শব্দটার প্রতিবিম্ব সামনের গাড়িটির লুকিং গ্লাসে সঠিক ভাবেই দেখা যাবে। ফলে ‘অ্যাম্বুলেন্স’ শব্দটা লুকিং গ্লাসে দেখে সহজেই পথ ছেড়ে দেওয়া যাবে। এই কারণেই যে কোনও অ্যাম্বুলেন্সের সামনেই ‘অ্যাম্বুলেন্স’ শব্দটা ইংরেজি হরফে উল্টো করে লেখা থাকে।
অনেক সুন্দর পোস্ট
অসংখ্য ধন্যবাদ