অসহায়
জাহিদুল ইসলাম

এই সমাজে আমি বড় অসহায়
দামহীন মানুষের মতো
সংগ্রাম করেছি বাঁচার লক্ষ্যে
তবুও এই সমাজ আমাকে নাচায়।

সমাজের বুকে বিবেকের দালাল
অন্তরালে কাল বাজারী
মাথায় টুপি পরে সব করছে হালাল।

সমাজের সাদাসিধা মানুষগুলো
তাদের অজান্তেই লেগেছে ধুলো
পন্ডিতরা ঘুপটি মেরে বসে
অসহায় মানুষের বিপদে হাসে।

পাশে আসার নামে করে ডাকাতি
সুযোগ পেলেই দেখিয়ে দেয় সুনীতি
সমাজের এই রাজা প্রজা
উঠেছে আজ মাথায় সোজা
দিনে রাতে করছে মজা।

এই সমাজের এত কিছু
প্রতিবাদের কত অভাব
চোখের সামনে হচ্ছে অন্যায়
মুখ লুকিয়ে থাকাটা
অসহায়দের স্বভাব।

প্রতিবাদ করতে গেলে
সব যাবে বিফলে
অসহায় গুলো মরে যাবে
তাদের পাপের ছলে।

ভালো মানুষের গলায় দোশি
অন্যের পাপে ঝুলে
মিথ্যা মামলা চাপিয়ে দায়
দিনের পর দিন মরছে সব অসহায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে