জলবায়ুর পালাবদলে ইংল্যান্ডে এখন গ্রীষ্ম। তবে দেশটির জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের জন্য এটি নিশ্চিতভাবেই ভরা বসন্ত। নিজের ব্যাটিং-বোলিং দিয়ে দেশকে জেতানোর পাশাপাশি পেয়েছেন আইসিসিরও স্বীকৃতি। ক্যারিয়ারে প্রথমবারের মতো উঠে গেছেন অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে।
ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের পারফেক্ট টেস্ট ইনিংস খেলার পর, দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে সমোয়পযোগী ৫৭ বলে ৭৮ রানের ইনিংস। এছাড়া বল হাতে দুই ইনিংসে দুইটি গুরুত্বপূর্ণ ব্রেকথ্রুসহ শিকার করেন তিনটি উইকেট। পেয়ে যান ম্যাচসেরার পুরস্কার।
শুধু এক ম্যাচসেরার পুরস্কার আসলে যথেষ্ঠ ছিল না চলতি বছরে স্টোকসের পারফরম্যান্স যথাযথ মূল্যায়নের জন্য। তাই এবার আইসিসির কাছ থেকেও পেলেন বড় সম্মান। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে নিচে নামিয়ে টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে গেছেন স্টোকস।
শুধু অলরাউন্ডার র্যাংকিং নয়, ক্যারিয়ার সেরা তৃতীয় অবস্থানে উঠেছেন ব্যাটিং র্যাংকিংয়েও। দুই ইনিংসে ২৫৪ রান করার সুবাদে ছয় ধাপ লাফিয়ে ৮২৭ রেটিং নিয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন স্টোকস। পেছনে ফেলেছেন মার্নাস লাবুশেন, কেন উইলিয়ামস, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, চেতেশ্বর পুজারাদের।