ট্রোলিং যেন এখন সব কিছুতেই! কারও বিয়ে থেকে শুরু করে কারও ডিভোর্সের খবর, সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে ওঠেনি এমন কোনও বিষয় খুঁজে পাওয়া দায়। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বলেছিলেন, সোশ্যাল মিডিয়াটা খেলার জায়গা হয়ে গিয়েছে। তাঁর সে কথার সঙ্গেই যেন হুবহু মিলে যায় বাস্তব চিত্র।

শনিবার সকালেই ফের ছুটল কুরুচিকর মন্তব্যের বন্যা। তবে ফোকাস শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন বা অনির্বাণের সিঁদুর পরানোর ধরণ নিয়ে নয়। এবার বিষয়বস্তু অভিনেত্রী জয়া আহসানের পোশাক।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যাণ্ডেলে একটি ছবি আপলোড করেন জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে জয়া সেখানে মোহময়ী।

ছবিটি পোস্ট হতেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে গেল। তবে তার মধ্যেই নেটিজেনদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়। অবলীলায় তাঁরা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। এ ধরনের নেতিবাচক কমেন্টে মাত্র ঘণ্টা তিনেকের মধ্যেই ভরে যায় অভিনেত্রীর পোস্ট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে