অনলাইন ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার শেষ হল ২০২০ সালের আইপিএলের চূড়ান্ত সূচি। আজ রোববার (০৬ সেপ্টেম্বর)বিকেলে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিসিআই।
আগামী ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্স আইপিএল অভিযান শুরু করবে ২৩ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে কিং খানের দলের সামনে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনাল ১০ নভেম্বর।
১৯ সেপ্টেম্বর শনিবার আইপিএল এর উদ্বোধনের পর রোববার (২০ সেপ্টেম্বর) দুবাইয়ে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিট্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। সোমবার ২১ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২২ সেপ্টেম্বর শারজায় মুখোমুখি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
সংযুক্ত আরব আমিরাতের তিন শহর দুবাই, আবু ধাবি এবং শারজাতে এবছর আইপিএল-এর ম্যাচগুলি হবে। ২৪টি ম্যাচ হবে দুবাইয়ে, ২০টি ম্যাচ হবে আবুধাবিতে আর ১২টি ম্যাচ হবে শারজায়। প্লে অফ এবং ফাইনাল ম্যাচ কোথায় হবে তা পরে জানান হবে।দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শেষ পর্যন্ত বিদেশের মাটিতে আইপিএল করতে বাধ্য হয়েছে বিসিসিআই। সবদিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল-এর জন্য সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।