ক্রীড়া ডেস্ক: করোনা ভাইরাসের মহামারির কারণে চলতি বছরের টি-২০ বিশ্বকাপ ক্রিকেট স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সোমবার বিকেলে সদস্য দেশগুলোর সাথে এক ভিডিও কনফারেন্সে এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই এবারের টি-২০ বিশ্বকাপ বাতিল হবে এমন শঙ্কা ছিলো, অবশেষে সেটায় সত্যি হলো। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিলো টি-২০ বিশ্বকাপ। তবে তা আগামী বছর হবে। সেটারও সময় বদলানো হয়েছে। মার্চ থেকে সরিয়ে তা হবে অক্টোবর-নভেম্বরে।

টি-২০ বিশ্বকাপ হবে ২০২২ সালে। এছাড়া পরিবর্তন আনা হয়েছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে। ফেব্র“য়ারী-মার্চ থেকে সরিয়ে সেটি স্থানান্তর করা হয়েছে অক্টোবর-নভেম্বরে। পুরুষদের ওই বিশ্বকাপের ফাইনাল হবে ২৬ নভেম্বর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে