অন্তর্বাস
মহীতোষ গায়েন
হে নারী !হে পুরুষ ! অন্তর্বাস খুলে ফেললেই
কি ভালোবাসা,প্রেম পাওয়া যায় ? যায় না :
এসব পেতে গেলে পোড়া রুটি আর শান্তির
জন্য লড়াইয়ে নিজেকে সামিল করতে হয়।
অন্তর্বাস খুললেই কি ভালোবাসা পাওয়া যায়?
পাওয়া যায় স্বর্গীয় সুখ ? না,একথা জানতে না
বলে মিঠেরোদ-বৃষ্টিতে সঙ্গমরত মরাল মরালীর
আচমকা বাজ পড়ে মৃত্যুতে তুমি ভয়ার্ত,বিস্মিত।
সারা পৃথিবীর প্রকৃতি নগ্ন সৌন্দর্যের পসরা নিয়ে
তোমাদের সজ্জিত করেছে,আর নগ্ন না হয়ে তুুলে
নাও পোশাক,না খেতে পাওয়া গরীব অসহায়দের
নগ্নতা ঢেকে দাও,তাদের মুখে দু’মুঠো অন্ন দাও।