ক্রীড়া ডেস্ক:

গুয়েতেমালাকে হারিয়ে সবার আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

মঙ্গলবার (২৩শে মে) এস্তাদিও ইউনিকো স্টেডিয়ামে ৩-০ গোলের বড় জয় পেয়েছে  স্বাগতিকরা।

এর আগে প্রথম ম্যাচেও উজবেকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল আর্জেন্টিনার যুবারা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্র“পের টেবিলের শীর্ষস্থানে আছে দলটি।

ঘরের মাঠে ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আর্জেন্টিনাকে এগিয়ে নেন আলেজো ভেলিজ। শুরুতেই এগিয়ে যাওয়া আর্জেন্টিনা এরপর আরও বেশ কয়েকটি আক্রমণ করে প্রথমার্ধে। তবে গোলের দেখা পায়নি তারা।

বিরতির পর মাঠে নেমে ম্যাচের ৫৮তম মিনিটে বড় ধাক্কা খায় গুয়েতেমালা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ডিফেন্ডার কার্লোস সান্তোস। ১০ জনের দলে পরিণত হওয়া দলটি এর ৭ মিনিট পর খেয়ে বসে দ্বিতীয় গোল। ডি বক্সের ভেতর থেকে দারুণ এক শটে স্বাগতিকদের এগিয়ে নেন লুকা রোমেরো।

একক আধিপত্যের ম্যাচে ৮২ মিনিটে লাল কার্ড দেখতে হয় আর্জেন্টিনাকেও। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টমাস আভিলেস। যদিও তাতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের। উল্টো অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় তারা। তাতে বড় জয় নিয়েই শেষ ষোলো নিশ্চিত হয় মেসির উত্তরসূরিদের।

‘এ’ গ্রুপে দুই ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ৬, নিউজিল্যান্ডের ৪, উজবেকিস্তানের ১ এবং গুয়েতেমালার শূন্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে