আন্তর্জাতিক ডেস্ক:

দলীয় পার্লামেন্ট সদস্যদের আনা অনাস্থা ভোটে জয়ী হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

আপাতত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে থাকছেন তিনি। সোমবার কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্যরা বরিস জনসন প্রধানমন্ত্রী থাকবেন কি না সে বিষয়ে ভোট দেন।

এই ভোটে বরিস জনসন ২১১ ভোট পেয়ে পাশ করেছেন। তার বিপক্ষে ভোট পড়েছে ১৪৮। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। করোনাভাইরাসের বিধিনিষিধ উপেক্ষা করে সরকারি বাসভবনে একাধিক পার্টির আয়োজন করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই কাজের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছিলেন তিনি।

কিন্তু ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে পরিচিতি পাওয়া সেই ঘটনা পিছু ছাড়েনি বরিসের। এজন্য সোমবার দলীয় পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটের মুখে পড়ে বরিসের নেতৃত্ব। পার্টিগেট কেলেঙ্কারির ঘটনা জনসমক্ষে আসার পর থেকে তা নিয়ে কয়েক দফা তদন্ত হয়েছে। যুক্তরাজ্যের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সু গ্রে দুই সপ্তাহ আগে ওই ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। মদ্যপানের আসরের ১৬টি ঘটনার তদন্ত করেছেন তিনি।

বরিসের এমন পদক্ষেপের সমালোচনার পাশাপাশি তদন্ত প্রতিবেদনের সঙ্গে বেশকিছু ছবিও জুড়ে দেয়া হয়। এসব ছবিতে দেখা যায়, বরিস তাঁর কর্মকর্তাদের সঙ্গে মদ্যপান করছেন। ওই আসরে মারামারির ঘটনাও ঘটে বলে জানা যায়। যদিও করোনার বিধিনিষেধের সময় এমন আয়োজন নিষিদ্ধ ছিল। ওই তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে থেকেই বরিসের পদত্যাগ দাবি করে আসছিলেন অনেকে। প্রতিবেদন প্রকাশের পর থেকে সেই দাবি জোরালো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে