আন্তর্জাতিক ডেস্ক: 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক উল্লেখ করে পার্লামেন্টের অধিবেশন মুলতবি করেছেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

রোববার ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে পার্লামেন্টে ভোটাভুটি হবার কথা থাকলেও তা হয়নি। পার্লামেন্টের ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক বলেছেন। একইসাথে প্রস্তাবটি ভোটে না নিয়ে অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন তিনি।

ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ করার পর সুরি সভাপতিত্ব করেন। তিনি অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন।

বিরোধীদের দাবি ছিলো, অন্তত ১৭৫টি ভোট তাদের পক্ষে পড়বেই, যা ম্যাজিক সংখ্যা (১৭২)-এর চেয়ে বেশি। ন্যাশনাল অ্যাসেম্বলি মোট আসন সংখ্যা ৩৪২।

এদিকে,রোববার (তেসরা এপ্রিল) অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মোটরসাইকেলে একাধিক ব্যক্তির আরোহন নিষিদ্ধ করা হয়েছে। কনটেইনার ও কাঁটাতার দিয়ে রেড জোন সিল করে দেওয়া হয়েছে। রেড জোনের ভেতরে এবং আশপাশের এক কিলোমিটারের মধ্যে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। খবর জিওনিউজ ও ট্রিবিউন এক্সপ্রেসের।

এছাড়া, আস্থা ভোটের আগে পঞ্জাবের গভর্নরকে চৌধুরী মোহাম্মদ সারোয়ারকে বরখাস্ত করেন ইমরান খান। পাকিস্তানের পাঞ্জাবের নতুন গভর্নর হিসাবে উমর সরফরাজ চিমাকে নিয়োগ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে