রুদ্র অয়ন এর কবিতা    
অকারণে বেসেছি ভালো 
সব ঝিনুকের ভেতরে কি
মুক্তো পাওয়া যায়!
কখনো যদি যাই হারিয়ে
খুঁজবে কি আমায়?
গোধূলি বেলায় পাখি সব
যায় যে ফিরে ঘরে,
ভুলেও কি কখনো তোমার
আমায় মনে পড়ে?
আজান আর শঙ্খ বাজে
সাঁঝ যেই ঘনায়,
বুঝতে চেয়েছো কি গো তুমি
কখনও আমায়?
ভালোবাসা না হয় না দিলে
দেখো অবহেলায়,
অকারণে বেসেছি যে ভালো
বেলায় অবেলায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে