Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৩৩ হাজার ক্ষমতা সম্পন্ন হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ লাইন সরিয়ে নেয়ার দাবীতে মোংলায় মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • ২৬৯ Time View

মোংলা প্রতিনিধি:

৩৩ হাজার ক্ষমতা সম্পন্ন হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ লাইন সরিয়ে নেয়ার দাবীতে মোংলায় মানববন্ধন হয়েছে।

সোমবার (২২ নভেম্বার) সকাল সাড়ে ১১টায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিতো হয়। কলেজ প্রভাষক কানুপ্রিয় সরদার, মোংলা উপজেলার শাখার পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক উদয় শংকর বিশ্বাস, শাপলা যুব সংঘের সভাপতি বিবেকানন্দ্র হালদার, মানবাধীকার কর্মী ও সমাজ সেবক উত্তম সরকার, সাবেক ইউপি সদস্য কবিতা রায়, চন্দনা বিশ্বাস, আষিশ রায়, প্রসেন হালদার, রিপন, পিংক, অষেশ, কৌশিক, বিভো ও অমিতসহ এলাকার নারী-পুরুষ ও স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি শিশুসহ প্রায় ৫ হাজার মানুষ এ মানববন্ধরে অংশ নেয়। উপজেলার বুরিড়ডাঙ্গা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে বসবাসকারী মানুষ সম্মিলিতভাবে রাস্তায় নেমে এসে এ মানববন্ধনে অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে আমরা দেশের উন্নয়ন চাই, কিন্ত যে বিদ্যুৎ তাদের জীবনের ঝুকি আনবে বা পরবর্তী সময় আগামী প্রজন্ম ধ্বংশের দিকে ধাবিত হবে এমন বিদ্যুৎ আমরা চাইনা। হয় লাইন সরাতে হবে না হয় ফাইভার ক্যাবল (নিরাপদ ক্যাবল) দিয়ে এলাকার উপর দিয়ে বিদ্যুৎ লাইন নিয়ে হবে। বিদ্যুৎ বিভাগ তাদের সাথে প্রতারনা করেছে। যখন বিদ্যুতের পিলার স্থাপন করার সময় তাদের বলা হয়েছিল, পুরনো লাইনটি সংস্কার করার জন্য নতুন পিলার বসানো হয়েছে। কিন্ত পরে জানতে পারে এটি পুরোন লাইন নয় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নতুন করে পাওয়ার হাউস জাতীয় গ্রিডে সংযোগ দেয়ার জন্য হাই ভোল্টেজ’র লাইন টানা হয়েছে। যা এখানকার বসবাসরত মানুষের জন্য বড় ধরনের ঝুকি রয়েছে। তাই মানববন্ধনের মাধ্যমে কর্তৃপক্ষকে দ্রুত বিপদজনক এ বিদ্যুৎ লাইন সড়িয়ে নেয়ারও দাবী জানায় তারা। তবে যদি কর্তৃপক্ষ এর পরেও বিদ্যুৎ লাইন অপসরন বা বাস্তবায়ন না নেয় তবে আগামীতে আরো কঠিন আনন্দোলন কর্মসুচির হুশিয়ার দেন উপস্থিত বক্তারা। মাবনবন্ধন শেষে নারী-পুরুষ সম্মিলিত ভাবে বিদ্যূৎ লাইনের চলমান কাজ বন্ধ করে দেয়ার জন্য হুশিয়ারী প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা আরো বলেন,সরকারের বিদ্যুৎ আইনে বলা আছে, হাই ভোল্টেজ’র সঞ্চালন লাইনের নিচে কোন বসতবাড়ী বা স্থাপনা থাকতে পারবেনা, এছাড়া ডানে-বামে কমপক্ষে ১০ ফুট ফাকা রেখে লাইন সংযোগ নিতে হবে এমন নিয়ম থাকলেও তা মানছেনা পল্লী বিদ্যুৎ বিভাগ। মানুষের বসবাসকারী বাড়ীর উপর দিয়ে এ হাই-ভোল্টেজ’র বিদ্যুৎ লাইন নেয়ায় আতংঙ্ক গ্রস্থ হয়ে পরছে বুড়িরডাঙ্গার এলাকাবাসী।

তাই এলাকাবাসীর দাবী, ফাঁকা জায়গা রেখে ঘনবসতীপুর্ন বসতবাড়ীর উপর দিয়ে বিপদ জনক ভাবে এ ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের তার টানা হচ্ছে, যা এখানকার মানুষের জন্য বিপদ জনক ও বড় ধরনের জীবন নাশের শংঙ্কায় রয়েছে স্থানীয়রা। বুড়িরডাঙ্গা ইউনিয়নে ৪টি ও পৌরসভার ১টি ওয়ার্ড’র মধ্যে দিয়ে এ লাইনের সংযোগ দেয়া হলে প্রায় ১০ হাজার মানুষের জীবনের ঝুকি রয়েছে বলে মানববন্ধনে দাবী করেন বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

৩৩ হাজার ক্ষমতা সম্পন্ন হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ লাইন সরিয়ে নেয়ার দাবীতে মোংলায় মানববন্ধন

Update Time : ০২:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০

মোংলা প্রতিনিধি:

৩৩ হাজার ক্ষমতা সম্পন্ন হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ লাইন সরিয়ে নেয়ার দাবীতে মোংলায় মানববন্ধন হয়েছে।

সোমবার (২২ নভেম্বার) সকাল সাড়ে ১১টায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিতো হয়। কলেজ প্রভাষক কানুপ্রিয় সরদার, মোংলা উপজেলার শাখার পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক উদয় শংকর বিশ্বাস, শাপলা যুব সংঘের সভাপতি বিবেকানন্দ্র হালদার, মানবাধীকার কর্মী ও সমাজ সেবক উত্তম সরকার, সাবেক ইউপি সদস্য কবিতা রায়, চন্দনা বিশ্বাস, আষিশ রায়, প্রসেন হালদার, রিপন, পিংক, অষেশ, কৌশিক, বিভো ও অমিতসহ এলাকার নারী-পুরুষ ও স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি শিশুসহ প্রায় ৫ হাজার মানুষ এ মানববন্ধরে অংশ নেয়। উপজেলার বুরিড়ডাঙ্গা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে বসবাসকারী মানুষ সম্মিলিতভাবে রাস্তায় নেমে এসে এ মানববন্ধনে অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে আমরা দেশের উন্নয়ন চাই, কিন্ত যে বিদ্যুৎ তাদের জীবনের ঝুকি আনবে বা পরবর্তী সময় আগামী প্রজন্ম ধ্বংশের দিকে ধাবিত হবে এমন বিদ্যুৎ আমরা চাইনা। হয় লাইন সরাতে হবে না হয় ফাইভার ক্যাবল (নিরাপদ ক্যাবল) দিয়ে এলাকার উপর দিয়ে বিদ্যুৎ লাইন নিয়ে হবে। বিদ্যুৎ বিভাগ তাদের সাথে প্রতারনা করেছে। যখন বিদ্যুতের পিলার স্থাপন করার সময় তাদের বলা হয়েছিল, পুরনো লাইনটি সংস্কার করার জন্য নতুন পিলার বসানো হয়েছে। কিন্ত পরে জানতে পারে এটি পুরোন লাইন নয় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নতুন করে পাওয়ার হাউস জাতীয় গ্রিডে সংযোগ দেয়ার জন্য হাই ভোল্টেজ’র লাইন টানা হয়েছে। যা এখানকার বসবাসরত মানুষের জন্য বড় ধরনের ঝুকি রয়েছে। তাই মানববন্ধনের মাধ্যমে কর্তৃপক্ষকে দ্রুত বিপদজনক এ বিদ্যুৎ লাইন সড়িয়ে নেয়ারও দাবী জানায় তারা। তবে যদি কর্তৃপক্ষ এর পরেও বিদ্যুৎ লাইন অপসরন বা বাস্তবায়ন না নেয় তবে আগামীতে আরো কঠিন আনন্দোলন কর্মসুচির হুশিয়ার দেন উপস্থিত বক্তারা। মাবনবন্ধন শেষে নারী-পুরুষ সম্মিলিত ভাবে বিদ্যূৎ লাইনের চলমান কাজ বন্ধ করে দেয়ার জন্য হুশিয়ারী প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা আরো বলেন,সরকারের বিদ্যুৎ আইনে বলা আছে, হাই ভোল্টেজ’র সঞ্চালন লাইনের নিচে কোন বসতবাড়ী বা স্থাপনা থাকতে পারবেনা, এছাড়া ডানে-বামে কমপক্ষে ১০ ফুট ফাকা রেখে লাইন সংযোগ নিতে হবে এমন নিয়ম থাকলেও তা মানছেনা পল্লী বিদ্যুৎ বিভাগ। মানুষের বসবাসকারী বাড়ীর উপর দিয়ে এ হাই-ভোল্টেজ’র বিদ্যুৎ লাইন নেয়ায় আতংঙ্ক গ্রস্থ হয়ে পরছে বুড়িরডাঙ্গার এলাকাবাসী।

তাই এলাকাবাসীর দাবী, ফাঁকা জায়গা রেখে ঘনবসতীপুর্ন বসতবাড়ীর উপর দিয়ে বিপদ জনক ভাবে এ ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের তার টানা হচ্ছে, যা এখানকার মানুষের জন্য বিপদ জনক ও বড় ধরনের জীবন নাশের শংঙ্কায় রয়েছে স্থানীয়রা। বুড়িরডাঙ্গা ইউনিয়নে ৪টি ও পৌরসভার ১টি ওয়ার্ড’র মধ্যে দিয়ে এ লাইনের সংযোগ দেয়া হলে প্রায় ১০ হাজার মানুষের জীবনের ঝুকি রয়েছে বলে মানববন্ধনে দাবী করেন বক্তারা।