Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের মতো খেলোয়াড়ের সব সময় ইতিবাচক মানসিকতা থাকে-ম্যাকেঞ্জি

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • 95

ব্যাটিং অর্ডারে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুর্দান্ত বলে মন্তব্য করেছেন সদ্য টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি।

ক্রিকেটের একটি ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাকেঞ্জি বলেন, ‘আমি মনে করি তিন নম্বরে দুর্দান্ত সাকিব। তার মতো খেলোয়াড়ের সব সময় ইতিবাচক মানসিকতা থাকে। তিন নম্বর একটি বিশেষ জায়গা এবং ব্যাটিং করার জন্যও ভালো। আমি মনে করি সে এই সুযোগটা নিতে চেয়েছিল এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। আমার মনে হয়, সে কৌশলে এক-দু’টি পরিবর্তন এনেছিল যা তার মাপের খেলোয়াড়দের জন্য খুবই সহজ। কৌশলগত সহায়তা না পেলেও অভিজ্ঞতার কারণে মানসিকতা এবং সামর্থ্য দিয়ে যেকোনো উপায়, খুঁজে বের করে ফেলতে পারে সাকিব। বিশ্বকাপে মানসিকতা এবং কৌশলগত দক্ষতা তাকে ভালো একটি অবস্থায় নিয়ে গিয়েছিল। এভাবেই সে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং তার কিছু ইনিংস দুর্দান্ত ছিল।’

তিন নম্বরে ব্যাট হাতে সাকিব কতটা দুর্দান্ত, তা গত বিশ্বকাপেই প্রমান করেছেন। ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ছিলো- ৮৬ দশমিক ৫৭। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব।

তাই ম্যাকেঞ্জি মনে করেন, তিন নম্বরে ব্যাট করার জন্য যোগ্য। তিনি বলেন, ‘আমি মনে করি, তিন নম্বরে ব্যাট করার জন্য সে যোগ্য ব্যাটসম্যান এবং সে ব্যাটিং লাইনআপে যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। তিন নম্বরে সে ব্যাটিংয়ের জন্য বেশি সময় পায় এবং ভালো শট খেলতে পারে। সাকিব বড় মাপের হিটার নয়, কিন্তু তার টাইমিং দারুন এবং সম্ভবত স্কিলড হিটার। হাশিম আমলার মতো সাকিবও ভালো বোলারদের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারে। সে ভালো বলেও চার মারতে পারে এবং যা বোলারকে চাপে ফেলে দেয় পরিস্থিতি খুব ভালো বুঝতে পারে এবং দলের সেরা ব্যাটসম্যান যদি তিন নম্বরে খেলে এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

সাকিবের মতো খেলোয়াড়ের সব সময় ইতিবাচক মানসিকতা থাকে-ম্যাকেঞ্জি

Update Time : ০৪:০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

ব্যাটিং অর্ডারে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুর্দান্ত বলে মন্তব্য করেছেন সদ্য টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি।

ক্রিকেটের একটি ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাকেঞ্জি বলেন, ‘আমি মনে করি তিন নম্বরে দুর্দান্ত সাকিব। তার মতো খেলোয়াড়ের সব সময় ইতিবাচক মানসিকতা থাকে। তিন নম্বর একটি বিশেষ জায়গা এবং ব্যাটিং করার জন্যও ভালো। আমি মনে করি সে এই সুযোগটা নিতে চেয়েছিল এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। আমার মনে হয়, সে কৌশলে এক-দু’টি পরিবর্তন এনেছিল যা তার মাপের খেলোয়াড়দের জন্য খুবই সহজ। কৌশলগত সহায়তা না পেলেও অভিজ্ঞতার কারণে মানসিকতা এবং সামর্থ্য দিয়ে যেকোনো উপায়, খুঁজে বের করে ফেলতে পারে সাকিব। বিশ্বকাপে মানসিকতা এবং কৌশলগত দক্ষতা তাকে ভালো একটি অবস্থায় নিয়ে গিয়েছিল। এভাবেই সে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং তার কিছু ইনিংস দুর্দান্ত ছিল।’

তিন নম্বরে ব্যাট হাতে সাকিব কতটা দুর্দান্ত, তা গত বিশ্বকাপেই প্রমান করেছেন। ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ছিলো- ৮৬ দশমিক ৫৭। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব।

তাই ম্যাকেঞ্জি মনে করেন, তিন নম্বরে ব্যাট করার জন্য যোগ্য। তিনি বলেন, ‘আমি মনে করি, তিন নম্বরে ব্যাট করার জন্য সে যোগ্য ব্যাটসম্যান এবং সে ব্যাটিং লাইনআপে যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। তিন নম্বরে সে ব্যাটিংয়ের জন্য বেশি সময় পায় এবং ভালো শট খেলতে পারে। সাকিব বড় মাপের হিটার নয়, কিন্তু তার টাইমিং দারুন এবং সম্ভবত স্কিলড হিটার। হাশিম আমলার মতো সাকিবও ভালো বোলারদের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারে। সে ভালো বলেও চার মারতে পারে এবং যা বোলারকে চাপে ফেলে দেয় পরিস্থিতি খুব ভালো বুঝতে পারে এবং দলের সেরা ব্যাটসম্যান যদি তিন নম্বরে খেলে এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট।’