Dhaka ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই: উপদেষ্টা নাহিদ

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ৩২ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আমলের হওয়া সব হত্যাকাণ্ডের জন্য দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চান বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা আমরা জানতে চাই। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সে সবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সে ক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেব।

তিনি আরও বলেন, আমরা তাকে (শেখ হাসিনা) গ্রেফতার দেখতে চাই। নিয়মিত আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে- এমনটা আমরা দেখতে চাই। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে।

জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রয়টার্সকে নাহিদ বলেন, বাংলাদেশের যে কোনো নির্বাচনের আগে নির্বাচনি ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন। তাই, পরবর্তী নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কারণ, আগের নির্বাচন বিরোধী দলগুলো বয়কট করেছিল। তা ছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও তিনি উল্লেখ করেন।

ভারত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারত শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নয়। তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতির দিকে নজর দেওয়া দরকার। অন্যথায় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা জানতে চাইলে নাহিদ বলেন, আমি পরবর্তীতে কী হব, সেটা বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই: উপদেষ্টা নাহিদ

Update Time : ০৫:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আমলের হওয়া সব হত্যাকাণ্ডের জন্য দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চান বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা আমরা জানতে চাই। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সে সবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সে ক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেব।

তিনি আরও বলেন, আমরা তাকে (শেখ হাসিনা) গ্রেফতার দেখতে চাই। নিয়মিত আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে- এমনটা আমরা দেখতে চাই। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে।

জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রয়টার্সকে নাহিদ বলেন, বাংলাদেশের যে কোনো নির্বাচনের আগে নির্বাচনি ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন। তাই, পরবর্তী নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কারণ, আগের নির্বাচন বিরোধী দলগুলো বয়কট করেছিল। তা ছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও তিনি উল্লেখ করেন।

ভারত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারত শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নয়। তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতির দিকে নজর দেওয়া দরকার। অন্যথায় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা জানতে চাইলে নাহিদ বলেন, আমি পরবর্তীতে কী হব, সেটা বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করবে।