নিজস্ব প্রতিবেদক :
করোনা অতিমারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। আজ বুধবার (২৬ শে মে) দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব জানান। এর আগের ঘোষণা অনুযায়ী ২৯ মে পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার সংক্রমণ এখনো কমেনি। সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো কোনো জেলায় বেশি। সব বিবেচনায় নিয়েই শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি জুনের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হলো।
করোনা অতিমারির কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী সমস্যায় পড়েছে। তবে বর্তমান বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব কি না সেটা নিয়েও দ্বিধা ছিলো। শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় সেই দ্বিধার অবসান হলো।
গত ফেব্রুয়ারিতে আলাদা সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ৩০ মার্চ থেকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক এবং ২৪ মে থেকে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। সেই ঘোষণার পর করোনা সংক্রমণ বাড়তে থাকায় ছুটি আরও দুই দফায় বাড়িয়ে ২৯ মে পর্যন্ত করা হয়।এখন সেটা ১২ই জুন পর্যন্ত বাড়লো।