একটি বৈশাখী প্রেমকবিতা
কবি: দেবব্রত ঘোষ
বারান্দার জানালা দিয়ে প্রতিদিন দেখি,
তুমি নেই পাশে, তবুও মনে হয় আছো—
হালকা হাওয়ার মৃদু ফিসফিসে ভাষায়,
ঐ পাশের কৃষ্ণচূড়ার শাখায় শাখায়।
ঐ গাছটা, জানো?
প্রতি বছর বৈশাখে সে লাল রঙে রাঙিয়ে ওঠে—
রক্তিম ফুলে ফুলে ঢেকে ফেলে নিজেকে,
যেন এক আগুনঝরা সুর্য দাঁড়িয়ে থাকে
চারিপাশে সবুজের নিঃসঙ্গ শান্তির মাঝে।
বিকেটিটিসির এই লতাপাতা বেষ্টিত আবাসস্থল,
যেখানে নেই মানুষের সমাগম, আছে স্মৃতি নির্মল।
সেই গাছে চোখ মেলে তুমি একদিন বলেছিলে—
“দেখো তো! আমাদের ভালোবাসা যদি এমন হতো—
প্রতিটি শাখায় লাল, প্রতিটি পাতায় প্রতিশ্রুতি নিয়ত।”
এখন তুমি নেই।
তবুও কৃষ্ণচূড়া রাঙিয়ে আসে—
আমার জানালায়, আমার হৃদয়ে।
ফুলের মধ্যে তুমি বাজো,
তোমার হাসি ঝরে প্রতিটি পাপড়িতে।
আমি দাঁড়িয়ে থাকি একলা,
তবুও একাকী নই—
কারণ তুমি, আমি আর কৃষ্ণচূড়া—
এই প্রেমের ঋতুতে বাঁধা রইলাম
একটি রক্তিম বিকেলের কবিতায়।