Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাসিক বাজে কাজলায় পানিবন্দি কয়েক’ শ পরিবার।। জন দুর্ভোগ চরমে

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • ১১১ Time View

সানোয়ার আরিফ রাজশাহীঃ

রাজশাহী সিটিকর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের বাজে কাজলা বাঁধের ধার এলাকায় পানিবন্দি হয়ে কয়েকশত পরিবার চরম দুর্ভোগে জীবন যাপন করে আসছে পুরো বর্ষা মৌসুম ধরে।

পানি নিস্কাশনের জন্য কোন ড্রেন নেই এলাকাটিতে।যার কারনেই এলাকাটিতে জলাবদ্ধতার কারন বলে জানিয়েছে এলাকাবাসি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঁধের ধার বাক্কারের চায়ের দোকানের পাশ হতে ফজলুর আম বাগান পর্যন্ত কোমর পানিতে তলিয়ে আছে এলাকটি। এর ফলে রাস্তায় চলাচলসহ নানা দূর্ভোগের মধ্যে পড়েছে স্থানীয় বসবাস কারীরা।

এলাকার রমজান আলী জানায়, তারা সিটি এলাকায় বসবাস করলেও নুন্যতম সিটির নাগরিক সুবিধা তারা পাননা।
তাদের এলাকাটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি ও পয়ঃনিষ্কাষনের সমস্যায় সবসময় ভোগেন তারা। একই কারনে সামন্য বৃষ্টিতে, বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ে।স্থায়ী জলবদ্ধতার কারনে এলাকায় দেখা দিয়েছে পানি বাহিত বিভিন্ন রোগ, যার ফলে বৃদ্ধ ও শিশুরা পড়েছে চরম স্বাস্থ্য ঝুকিতে।
বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ঠ ওয়ার্ড কমিশনার জানান,তিনি বিষয়টি মেয়রকে অবহিত করেছেন।শিঘ্রই জনগনের দূর্ভোগের কথা বিবেচনা করে,মেয়র অগ্রাধীকার ভিত্তিতে ড্রেনের ব্যবস্থা করবেন।

তবে এলাকা বাসি বলছে ওয়ার্ড কমিশনার ভোটেৱ পর কোন সময় এলাকায় আসেনাই এমন কি তাকে কোন কাজেও পাননা তারা। জলবদ্ধতা দূরীকরনের জন্য এলাকা বাসি বার বার জানিয়েও কোন লাভ হয়নি।

তাদের এই জন দূর্ভোগের সমস্যা শীঘ্রই সমাধানের জন্য এলাকাবাসি, সিটি মেয়রের সদয় দৃস্টি আকর্ষন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

রাসিক বাজে কাজলায় পানিবন্দি কয়েক’ শ পরিবার।। জন দুর্ভোগ চরমে

Update Time : ০১:১৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০

সানোয়ার আরিফ রাজশাহীঃ

রাজশাহী সিটিকর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের বাজে কাজলা বাঁধের ধার এলাকায় পানিবন্দি হয়ে কয়েকশত পরিবার চরম দুর্ভোগে জীবন যাপন করে আসছে পুরো বর্ষা মৌসুম ধরে।

পানি নিস্কাশনের জন্য কোন ড্রেন নেই এলাকাটিতে।যার কারনেই এলাকাটিতে জলাবদ্ধতার কারন বলে জানিয়েছে এলাকাবাসি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঁধের ধার বাক্কারের চায়ের দোকানের পাশ হতে ফজলুর আম বাগান পর্যন্ত কোমর পানিতে তলিয়ে আছে এলাকটি। এর ফলে রাস্তায় চলাচলসহ নানা দূর্ভোগের মধ্যে পড়েছে স্থানীয় বসবাস কারীরা।

এলাকার রমজান আলী জানায়, তারা সিটি এলাকায় বসবাস করলেও নুন্যতম সিটির নাগরিক সুবিধা তারা পাননা।
তাদের এলাকাটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি ও পয়ঃনিষ্কাষনের সমস্যায় সবসময় ভোগেন তারা। একই কারনে সামন্য বৃষ্টিতে, বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ে।স্থায়ী জলবদ্ধতার কারনে এলাকায় দেখা দিয়েছে পানি বাহিত বিভিন্ন রোগ, যার ফলে বৃদ্ধ ও শিশুরা পড়েছে চরম স্বাস্থ্য ঝুকিতে।
বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ঠ ওয়ার্ড কমিশনার জানান,তিনি বিষয়টি মেয়রকে অবহিত করেছেন।শিঘ্রই জনগনের দূর্ভোগের কথা বিবেচনা করে,মেয়র অগ্রাধীকার ভিত্তিতে ড্রেনের ব্যবস্থা করবেন।

তবে এলাকা বাসি বলছে ওয়ার্ড কমিশনার ভোটেৱ পর কোন সময় এলাকায় আসেনাই এমন কি তাকে কোন কাজেও পাননা তারা। জলবদ্ধতা দূরীকরনের জন্য এলাকা বাসি বার বার জানিয়েও কোন লাভ হয়নি।

তাদের এই জন দূর্ভোগের সমস্যা শীঘ্রই সমাধানের জন্য এলাকাবাসি, সিটি মেয়রের সদয় দৃস্টি আকর্ষন করেছেন।