Dhaka ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা!!

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা আরোপে ইইউর কয়েক সদস্য রাষ্ট্র জোর আপত্তি জানিয়েছে।

ফলে ইউক্রেইনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্র“তি দিলেও এখনই রাশিয়ার উপর এমন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত নয় বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেইনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে আর কী করা যায় তা নিয়ে আলোচনার জন্য সোমবার পুনরায় বৈঠকে বসবেন ইইউর নেতারা।

দু’দিনব্যাপী ওই সম্মেলনে কিভাবে ইউক্রেইনকে সর্বোচ্চ সমর্থন দেওয়া যায় তা নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেইন যুদ্ধের প্রভাবে দ্রুত বেড়ে যাওয়া জ্বালানির দাম, খাদ্য সংকট এবং ইইউ সদস্যদের প্রতিরক্ষা নিয়েও আলোচনা হবে।

এর আগে রোববার এক বৈঠকে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইইউর কূটনীতিকরা একমত হতে ব্যর্থ হয়েছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার উপর নতুন করে ছয়টি নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করছে ইইউ। যার মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও রয়েছে।

কিন্তু এই নিষেধাজ্ঞায় প্রস্তাবে ভেটো দিয়েছে হাঙ্গেরি। তাদের যুক্তি, রাশিয়া থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তাদের হাঙ্গেরির পুরো অর্থনীতির জন্য তা বিশাল বড় ধাক্কা হবে। কারণ, রাশিয়ার তেলের অন্য কোনো বিকল্প তারা সহজে খুঁজে পাবে না।

বৈঠকে স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রও একই উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়ায় তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রায় এক মাস ধরে আলোচনা করছেন ইইউ নেতারা। কিন্তু তাদের আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। এ অচলাবস্থার অবসানে ইউরোপীয় কমিশন রাশিয়া থেকে শুধুমাত্র ট্যাঙ্কারে করে ইইউতে আসা তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিল। বলা হয়েছিল, নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বিকল্প যোগানের ব্যবস্থা না করা পর্যন্ত হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র রাশিয়া থেকে পাইপলাইন দিয়ে তেল আমদানি করতে পারবে।

বুদাপেস্ট ওই প্রস্তাবে সমর্থন দেয়। কিন্তু এজন্য দেশটি ক্রোয়েশিয়া থেকে পাইপলাইনে তেল আনার ক্ষমতা আরো বাড়াতে এবং তাদের শোধনাগারগুলির সক্ষমতা বাড়াতে ইইউর কাছে আর্থিক সহায়তা চেয়েছে। যার ফলে রোববার এই বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি বলে জানান ইইউ কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা!!

Update Time : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা আরোপে ইইউর কয়েক সদস্য রাষ্ট্র জোর আপত্তি জানিয়েছে।

ফলে ইউক্রেইনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্র“তি দিলেও এখনই রাশিয়ার উপর এমন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত নয় বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেইনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে আর কী করা যায় তা নিয়ে আলোচনার জন্য সোমবার পুনরায় বৈঠকে বসবেন ইইউর নেতারা।

দু’দিনব্যাপী ওই সম্মেলনে কিভাবে ইউক্রেইনকে সর্বোচ্চ সমর্থন দেওয়া যায় তা নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেইন যুদ্ধের প্রভাবে দ্রুত বেড়ে যাওয়া জ্বালানির দাম, খাদ্য সংকট এবং ইইউ সদস্যদের প্রতিরক্ষা নিয়েও আলোচনা হবে।

এর আগে রোববার এক বৈঠকে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইইউর কূটনীতিকরা একমত হতে ব্যর্থ হয়েছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার উপর নতুন করে ছয়টি নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করছে ইইউ। যার মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও রয়েছে।

কিন্তু এই নিষেধাজ্ঞায় প্রস্তাবে ভেটো দিয়েছে হাঙ্গেরি। তাদের যুক্তি, রাশিয়া থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তাদের হাঙ্গেরির পুরো অর্থনীতির জন্য তা বিশাল বড় ধাক্কা হবে। কারণ, রাশিয়ার তেলের অন্য কোনো বিকল্প তারা সহজে খুঁজে পাবে না।

বৈঠকে স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রও একই উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়ায় তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রায় এক মাস ধরে আলোচনা করছেন ইইউ নেতারা। কিন্তু তাদের আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। এ অচলাবস্থার অবসানে ইউরোপীয় কমিশন রাশিয়া থেকে শুধুমাত্র ট্যাঙ্কারে করে ইইউতে আসা তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিল। বলা হয়েছিল, নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বিকল্প যোগানের ব্যবস্থা না করা পর্যন্ত হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র রাশিয়া থেকে পাইপলাইন দিয়ে তেল আমদানি করতে পারবে।

বুদাপেস্ট ওই প্রস্তাবে সমর্থন দেয়। কিন্তু এজন্য দেশটি ক্রোয়েশিয়া থেকে পাইপলাইনে তেল আনার ক্ষমতা আরো বাড়াতে এবং তাদের শোধনাগারগুলির সক্ষমতা বাড়াতে ইইউর কাছে আর্থিক সহায়তা চেয়েছে। যার ফলে রোববার এই বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি বলে জানান ইইউ কর্মকর্তারা।