Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
  • ১১৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি শ্রীলংকায় অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসার দল বিজয় লাভ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, মাহিন্দা রাজাপাকসার কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ অভিনন্দন জানান।

বার্তায় শেখ হাসিনা বলেন, গত ৫ আগস্ট ২০২০ তারিখে অনুষ্ঠিত নবম পার্লাামেন্ট নির্বাচনে বিজয় লাভ করায় আমি আপনাকে এবং আপনার দল শ্রীলঙ্কা পদুজানা পেরমুনা (এসএলপিপি)-কে অত্যন্ত আনন্দের সঙ্গে অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘এই নির্বাচনের ফলাফলে আপনার নেতৃত্বের ওপর শ্রীলংকার জনগণের অব্যাহত বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও শ্রীলংকা পারস্পরিক স্বার্থে গড়ে ওঠা চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে। যোগাযোগ বৃদ্ধি, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা দমন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ ব্যাপক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে তা প্রতিফলিত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে শ্রীলংকার একটি বিশাল জনগোষ্ঠির উপস্থিতির মাধ্যমেও তা প্রতিফলিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশেষ করে বাংলাদেশে আপনার সরকারি সফরকালে এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে আমাদের মতবিনিময়ের কথা আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি।’

শেখ হাসিনা বলেন, শ্রীলংকার সরকারে আপনার দায়িত্বের মেয়াদে, আমি ও আমার সরকার আমাদের দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একটি চমৎকার ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যাশা করছি। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার জন্য মাহিন্দা রাজাপাকসাকে আমন্ত্রণ জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠানো বার্তায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসার দায়িত্ব পালনকালে তাঁর অব্যাহত সাফল্য, তাঁর সুস্বাস্থ্য এবং ব্যক্তিগত কল্যাণ কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

Update Time : ০৪:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি শ্রীলংকায় অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসার দল বিজয় লাভ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, মাহিন্দা রাজাপাকসার কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ অভিনন্দন জানান।

বার্তায় শেখ হাসিনা বলেন, গত ৫ আগস্ট ২০২০ তারিখে অনুষ্ঠিত নবম পার্লাামেন্ট নির্বাচনে বিজয় লাভ করায় আমি আপনাকে এবং আপনার দল শ্রীলঙ্কা পদুজানা পেরমুনা (এসএলপিপি)-কে অত্যন্ত আনন্দের সঙ্গে অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘এই নির্বাচনের ফলাফলে আপনার নেতৃত্বের ওপর শ্রীলংকার জনগণের অব্যাহত বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও শ্রীলংকা পারস্পরিক স্বার্থে গড়ে ওঠা চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে। যোগাযোগ বৃদ্ধি, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা দমন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ ব্যাপক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে তা প্রতিফলিত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে শ্রীলংকার একটি বিশাল জনগোষ্ঠির উপস্থিতির মাধ্যমেও তা প্রতিফলিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশেষ করে বাংলাদেশে আপনার সরকারি সফরকালে এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে আমাদের মতবিনিময়ের কথা আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি।’

শেখ হাসিনা বলেন, শ্রীলংকার সরকারে আপনার দায়িত্বের মেয়াদে, আমি ও আমার সরকার আমাদের দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একটি চমৎকার ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যাশা করছি। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার জন্য মাহিন্দা রাজাপাকসাকে আমন্ত্রণ জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠানো বার্তায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসার দায়িত্ব পালনকালে তাঁর অব্যাহত সাফল্য, তাঁর সুস্বাস্থ্য এবং ব্যক্তিগত কল্যাণ কামনা করেন।