Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • ১৩৬ Time View

ভারতের আহমদাবাদে একটি বেসরকারি করোনা হাসাপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকালে বিধ্বংসী এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে দমকল বাহিনী। মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমদাবাদের নবরংপুর এলাকার ওই হাসপাতালে করোনাক্রান্ত রোগীদের চিকিৎসা করা হচ্ছিল। সেখানেই আজ ভোর ৩টার দিকে আগুন লাগে। এ সময় অন্যান্য রোগীরা বের হতে পারলেও, মুমূর্ষু অবস্থায় আইসিইউতে থাকা ৮ জন মারা যান।

৫০ শয্যার সেই হাসপাতালে ৪৫ জন করোনা রোগী ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। তাদের উদ্ধার করে ১০টি অ্যাম্বুল্যান্সের মাধ্যমে সর্দার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালের বাইরে ভিড় করেন রোগীদের স্বজনরা। তবে কি করে ওই হাসপাতালে আগুন লাগল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। অসমর্থিত সূত্রের খবর, শর্ট সার্কিট থেকেই ছড়িয়েছে আগুন।

এদিকে, কোভিড হাসপাতালে আগুন লাগা নিয়ে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘আমদাবাদের হাসপাতালে আগুনের ঘটনায় দু:খিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’

আগুন লাগার ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। তিন দিনের মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

গুজরাটে এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটির শিকার। এর মধ্যে মৃত্যু হয়েছে আড়াই হাজারের বেশি ভুক্তভোগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

ভারতে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

Update Time : ০৯:৪১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০

ভারতের আহমদাবাদে একটি বেসরকারি করোনা হাসাপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকালে বিধ্বংসী এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে দমকল বাহিনী। মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমদাবাদের নবরংপুর এলাকার ওই হাসপাতালে করোনাক্রান্ত রোগীদের চিকিৎসা করা হচ্ছিল। সেখানেই আজ ভোর ৩টার দিকে আগুন লাগে। এ সময় অন্যান্য রোগীরা বের হতে পারলেও, মুমূর্ষু অবস্থায় আইসিইউতে থাকা ৮ জন মারা যান।

৫০ শয্যার সেই হাসপাতালে ৪৫ জন করোনা রোগী ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। তাদের উদ্ধার করে ১০টি অ্যাম্বুল্যান্সের মাধ্যমে সর্দার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালের বাইরে ভিড় করেন রোগীদের স্বজনরা। তবে কি করে ওই হাসপাতালে আগুন লাগল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। অসমর্থিত সূত্রের খবর, শর্ট সার্কিট থেকেই ছড়িয়েছে আগুন।

এদিকে, কোভিড হাসপাতালে আগুন লাগা নিয়ে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘আমদাবাদের হাসপাতালে আগুনের ঘটনায় দু:খিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’

আগুন লাগার ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। তিন দিনের মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

গুজরাটে এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটির শিকার। এর মধ্যে মৃত্যু হয়েছে আড়াই হাজারের বেশি ভুক্তভোগীর।