বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফিরেছেন। তার দেশে ফেরা উপলক্ষ্যে দলটির হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানাতে এবং অভ্যর্থনা জানাতে রাস্তায় অবস্থান নেন। ফলে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই ধীরে ধীরে যানজট সৃষ্টি হতে থাকে। তবে দুপুর গড়ালে যানজটের মাত্রা তীব্র হয়।
সরেজমিন দেখা গেছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মীরা সকাল থেকে বিমানবন্দর এলাকায় ভিড় করতে থাকেন। দলে দলে নেতাকর্মীরা আসতে থাকেন এই সড়কে। ফলে যানজট বনানী সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। অন্যদিকে বনানী থেকে বিমানবন্দরগামী রাস্তায়ও যানচলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা বলেন, রাস্তায় প্রচুর যানজট রয়েছে, সকাল থেকে এই অবস্থা। এখন রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
যদিও এর আগে ডিএমপি জানিয়েছে খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীর বিমানবন্দর সড়কসহ গুলশান ও বনানীর সড়কে যানজটের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।