এম এ মতিন,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ-
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো.মোশারফ হোসেন বলেন, পুরান ঢাকার বংশাল এলাকার জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তার নাম রাখা হয়েছে মোগলটুলী উচ্চ বিদ্যালয়।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা গত ২০০৬ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয় একের পর এক দেশের বিভিন্ন বিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নাম পরিবর্তন করা হচ্ছে।
বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বগুড়ার অহংকার বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের হৃদয় হতে মুছে ফেলা যাবে না।
জিয়ার নাম পরিবর্তন করায় তার তীব্র নিন্দা জানিয়ে অভিলম্বে পুরান ঢাকার বংশাল এলাকার পুনঃরায় জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান এম পি মোশারফ হোসেন।