Dhaka ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁকুুুড়া জেলার রেড ভলেন্টিয়ার্সের মানবিক প্রয়াস

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ২৯৬ Time View

সুবীর মণ্ডল, বাঁকুুুড়া, জেলা প্রতিনিধি :

আজ সকাল ১০টার সময়  বাঁকুুুড়া জেলার খাতড়া মহকুমা শহরের  বিভিন্ন স্থানে  খাতড়া রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে খাতড়া চকবাজার ও তার সংলগ্ন এলাকায় sanitize ও মাস্ক বিতরণ কর্মসূচী সম্পন্ন হল।

বেশ কিছু দিন ধরে  মানুষের  সেবায় অসাধারণ মানবিক ভাবনা নিয়ে কাজ করে চলেছেন নিরবচ্ছিন্নভাবে এই গণসংগঠনের  স্বেচ্ছাসেবী তরুণেরা। মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে  করোনার ভয়াবহ আবহে  জীবনের  ঝুঁকি নিয়ে  নানা কর্মসূচি পালন করে আসছে। মোহময় দুঃসময়ের  এই  ধরনের ইতিবাচক কাজ  জনমানসে  গভীর ভাবে  প্রভাব ফেলেছে।

করোনায় মৃত ব্যক্তির  অন্তেষ্টিক্রিয়া পর্যন্ত করছেন জেলার বিভিন্ন  স্হানে।কয়েকদিন জ্বরে ভোগার পর মারা যান, কোতুলপুরের এক ব্যক্তি । এলাকার পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন দাহ করতে ভয় পায়।  নিরুপায় হয়ে একজন আত্মীয় কোতুলপুর রেড ভলেন্টিয়ার্স কে ফোন করে বলে সৎকার্য করে দেওয়ার জন্য। কোতুলপুরের রেড ভলান্টিয়ার্স তৈরি হয়ে পৌছে গেল ঘাটদিঘীতে সৎকার্য করার জন্য। কিছু দিন আগে  ইন্দপুর ব্লকের এক ব্যক্তি       করোনায় মারা গেলে আত্মীয় স্বজন ও   পাড়াপড়শি কোন  সাহায্য  না করলে  রেড ভলান্টিয়ার্সরা  সেই  দুঃসময়ে  মৃতের  পরিবারের পাশে  থেকে  সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।  এছাড়া  জেলার বিভিন্ন  জায়গায়  রক্তদান কর্মসূচির আয়োজন করে এক সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির রেখে চলেছে।  সমগ্র জেলা জুড়ে মানবিক কাজের মাধ্যমে  মানূূষের মনে গভীর ছাপ ফেলেছে  নিঃসন্দেহে। রেড ভলেন্টিয়ার্সের মানবিক প্রয়াস শুধুমাত্র  বাঁকুড়া জেলার মধ্যে  সীমাবদ্ধ নয়। সুগভীর মানবিক ভাবনায় উদ্বুদ্ধ  হয়ে  কাজ করে চলেছেন। খাতড়া মহকুমার একজন  রেডভলেন্টিয়ার্স জানালেন–” মানুষের পাশে-সাথে থাকাই আমাদের মানব ধর্ম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

বাঁকুুুড়া জেলার রেড ভলেন্টিয়ার্সের মানবিক প্রয়াস

Update Time : ০৪:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১

সুবীর মণ্ডল, বাঁকুুুড়া, জেলা প্রতিনিধি :

আজ সকাল ১০টার সময়  বাঁকুুুড়া জেলার খাতড়া মহকুমা শহরের  বিভিন্ন স্থানে  খাতড়া রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে খাতড়া চকবাজার ও তার সংলগ্ন এলাকায় sanitize ও মাস্ক বিতরণ কর্মসূচী সম্পন্ন হল।

বেশ কিছু দিন ধরে  মানুষের  সেবায় অসাধারণ মানবিক ভাবনা নিয়ে কাজ করে চলেছেন নিরবচ্ছিন্নভাবে এই গণসংগঠনের  স্বেচ্ছাসেবী তরুণেরা। মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে  করোনার ভয়াবহ আবহে  জীবনের  ঝুঁকি নিয়ে  নানা কর্মসূচি পালন করে আসছে। মোহময় দুঃসময়ের  এই  ধরনের ইতিবাচক কাজ  জনমানসে  গভীর ভাবে  প্রভাব ফেলেছে।

করোনায় মৃত ব্যক্তির  অন্তেষ্টিক্রিয়া পর্যন্ত করছেন জেলার বিভিন্ন  স্হানে।কয়েকদিন জ্বরে ভোগার পর মারা যান, কোতুলপুরের এক ব্যক্তি । এলাকার পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন দাহ করতে ভয় পায়।  নিরুপায় হয়ে একজন আত্মীয় কোতুলপুর রেড ভলেন্টিয়ার্স কে ফোন করে বলে সৎকার্য করে দেওয়ার জন্য। কোতুলপুরের রেড ভলান্টিয়ার্স তৈরি হয়ে পৌছে গেল ঘাটদিঘীতে সৎকার্য করার জন্য। কিছু দিন আগে  ইন্দপুর ব্লকের এক ব্যক্তি       করোনায় মারা গেলে আত্মীয় স্বজন ও   পাড়াপড়শি কোন  সাহায্য  না করলে  রেড ভলান্টিয়ার্সরা  সেই  দুঃসময়ে  মৃতের  পরিবারের পাশে  থেকে  সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।  এছাড়া  জেলার বিভিন্ন  জায়গায়  রক্তদান কর্মসূচির আয়োজন করে এক সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির রেখে চলেছে।  সমগ্র জেলা জুড়ে মানবিক কাজের মাধ্যমে  মানূূষের মনে গভীর ছাপ ফেলেছে  নিঃসন্দেহে। রেড ভলেন্টিয়ার্সের মানবিক প্রয়াস শুধুমাত্র  বাঁকুড়া জেলার মধ্যে  সীমাবদ্ধ নয়। সুগভীর মানবিক ভাবনায় উদ্বুদ্ধ  হয়ে  কাজ করে চলেছেন। খাতড়া মহকুমার একজন  রেডভলেন্টিয়ার্স জানালেন–” মানুষের পাশে-সাথে থাকাই আমাদের মানব ধর্ম।