Dhaka ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কার আগে ৮ প্রেমিকা ছিল নিকের, জেনে কী বলেছিলেন অভিনেত্রী?

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ৩১ Time View

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া, বিনোদন জগতের অন্যতম আলোচিত একটি জুটি। নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বয়সের তফাত অনেকটাই। অনেকেই জানেন, প্রিয়াঙ্কা নিকের চেয়ে প্রায় ১০ বছরের বড়। কিন্তু তাতে কী! বয়েসের ব্যবধান কোনো বাধা হয়নি এই তারকা দম্পতির কাছে। দীর্ঘদিনের প্রেম পর্বের পর নিকের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার।

তবে প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিকেরও ছিল একাধিক সম্পর্ক। যে তিনটি সম্পর্ক নিয়ে চর্চা সব থেকে বেশি সেগুলো হলো- মিলি সাইরাস, সেলেনা গোমেজ় ও অলিভিয়া কুলপোর সঙ্গে। প্রত্যেকেই স্বক্ষেত্রে পরিচিতি মুখ। যদিও একটি সম্পর্কও টেকেনি নিকের। শেষ পর্যন্ত ভারতীয় অভিনেত্রীর সঙ্গে ঘর বাঁধেন এই গায়ক। কিন্তু স্বামীর প্রেমজীবনের কথা জানতে পেরে কী প্রতিক্রিয়া দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী?

প্রিয়াঙ্কা এখন নিকের ঘরনি। কন্যা মালতী মেরিকে নিয়ে সুখী দাম্পত্য জীবন তাদের। ২০১৮ সালের ১ ডিসেম্বর তারা বিয়ে করেন। খ্রিষ্ট ও হিন্দু— দুই সম্প্রদায়ের রীতি মেনেই বিয়ে হয়। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা। সমাজমাধ্যমের আনাচে কানাচে তাদের সুখী গৃহকোণের ছবি স্পষ্ট। তবে স্বামীর প্রাক্তন প্রেমিকাদের কথা যখন জেনেছিলেন তখন কি খারাপ লেগেছিল তার?

প্রিয়াঙ্কা জানান, তার বিন্দুমাত্র কোনো প্রভাব পড়েনি। অভিনেত্রী বলেন, এসব বিষয়ে মাথা ঘামাই না, পাত্তাও দেই না। আমি আমার জীবনের বইয়েরে পাতা পিছন দিকে পড়ি না কখনও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রিয়াঙ্কার আগে ৮ প্রেমিকা ছিল নিকের, জেনে কী বলেছিলেন অভিনেত্রী?

Update Time : ০৫:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া, বিনোদন জগতের অন্যতম আলোচিত একটি জুটি। নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বয়সের তফাত অনেকটাই। অনেকেই জানেন, প্রিয়াঙ্কা নিকের চেয়ে প্রায় ১০ বছরের বড়। কিন্তু তাতে কী! বয়েসের ব্যবধান কোনো বাধা হয়নি এই তারকা দম্পতির কাছে। দীর্ঘদিনের প্রেম পর্বের পর নিকের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার।

তবে প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিকেরও ছিল একাধিক সম্পর্ক। যে তিনটি সম্পর্ক নিয়ে চর্চা সব থেকে বেশি সেগুলো হলো- মিলি সাইরাস, সেলেনা গোমেজ় ও অলিভিয়া কুলপোর সঙ্গে। প্রত্যেকেই স্বক্ষেত্রে পরিচিতি মুখ। যদিও একটি সম্পর্কও টেকেনি নিকের। শেষ পর্যন্ত ভারতীয় অভিনেত্রীর সঙ্গে ঘর বাঁধেন এই গায়ক। কিন্তু স্বামীর প্রেমজীবনের কথা জানতে পেরে কী প্রতিক্রিয়া দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী?

প্রিয়াঙ্কা এখন নিকের ঘরনি। কন্যা মালতী মেরিকে নিয়ে সুখী দাম্পত্য জীবন তাদের। ২০১৮ সালের ১ ডিসেম্বর তারা বিয়ে করেন। খ্রিষ্ট ও হিন্দু— দুই সম্প্রদায়ের রীতি মেনেই বিয়ে হয়। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা। সমাজমাধ্যমের আনাচে কানাচে তাদের সুখী গৃহকোণের ছবি স্পষ্ট। তবে স্বামীর প্রাক্তন প্রেমিকাদের কথা যখন জেনেছিলেন তখন কি খারাপ লেগেছিল তার?

প্রিয়াঙ্কা জানান, তার বিন্দুমাত্র কোনো প্রভাব পড়েনি। অভিনেত্রী বলেন, এসব বিষয়ে মাথা ঘামাই না, পাত্তাও দেই না। আমি আমার জীবনের বইয়েরে পাতা পিছন দিকে পড়ি না কখনও।