Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পদোন্নতি পেলেন ২২০ কর্মকর্তা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • ৮৩ Time View

উপসচিব পদে পদোন্নতি পেলেন বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া ২২০ কর্মকর্তা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার এসব কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। 

যথাক্রমে ২০০৬, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সাল থেকে উপসচিব হিসেবে এই কর্মকর্তাদের পদোন্নতি ধরা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে থাকা ৩ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

তবে, সদ্য পদোন্নতি পাওয়া এসব উপসচিবদের এখনও পদায়ন করা করা হয়নি। তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে।

২০১৮ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অর্থনৈতিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যে কারণে অর্থনৈতিক ক্যাডারে যোগদানকৃত কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির বিষয়টি ঝুলেছিল দীর্ঘদিন ধরে।

নতুন এই পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন উপ-সচিবের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৭৮০ জন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, উপ-সচিবের নিয়মিত পদ এক হাজারের কিছু বেশি।

এদিকে, উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি/জ্যেষ্ঠতা কার্যকরের ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির আগে কোনো আর্থিক সুবিধাদি পাবেন না। তবে ইতোমধ্যে প্রাপ্ত সুবিধাদি বহাল থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে, নতুন এই পদোন্নতিপ্রাপ্তদের অনলাইনে যোগদান করতে হবে। তাদের যোগদানপত্র পাঠাতে হবে [email protected] -এই ই-মেইলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

পদোন্নতি পেলেন ২২০ কর্মকর্তা

Update Time : ১২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০

উপসচিব পদে পদোন্নতি পেলেন বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া ২২০ কর্মকর্তা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার এসব কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। 

যথাক্রমে ২০০৬, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সাল থেকে উপসচিব হিসেবে এই কর্মকর্তাদের পদোন্নতি ধরা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে থাকা ৩ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

তবে, সদ্য পদোন্নতি পাওয়া এসব উপসচিবদের এখনও পদায়ন করা করা হয়নি। তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে।

২০১৮ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অর্থনৈতিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যে কারণে অর্থনৈতিক ক্যাডারে যোগদানকৃত কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির বিষয়টি ঝুলেছিল দীর্ঘদিন ধরে।

নতুন এই পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন উপ-সচিবের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৭৮০ জন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, উপ-সচিবের নিয়মিত পদ এক হাজারের কিছু বেশি।

এদিকে, উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি/জ্যেষ্ঠতা কার্যকরের ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির আগে কোনো আর্থিক সুবিধাদি পাবেন না। তবে ইতোমধ্যে প্রাপ্ত সুবিধাদি বহাল থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে, নতুন এই পদোন্নতিপ্রাপ্তদের অনলাইনে যোগদান করতে হবে। তাদের যোগদানপত্র পাঠাতে হবে [email protected] -এই ই-মেইলে।