♦ পণ ♦
শ্যামল বণিক অঞ্জন
করেছিতো পণ
দেখবো না স্বপণ
অসীম সুখের,
করবো না বীজ
আশার বপণ
উঠোনে বুকের।
তোমার রাশি রাশি
মিষ্টি জানি
নাহোক বাসী
এই অভিলাষী
থাকনা বেঁচে,
তোমার কিননে
নতুন শিহরণে
রঙিন ভ্রমরা
যাকনা নেচে!
♦ পণ ♦
শ্যামল বণিক অঞ্জন
করেছিতো পণ
দেখবো না স্বপণ
অসীম সুখের,
করবো না বীজ
আশার বপণ
উঠোনে বুকের।
তোমার রাশি রাশি
মিষ্টি জানি
নাহোক বাসী
এই অভিলাষী
থাকনা বেঁচে,
তোমার কিননে
নতুন শিহরণে
রঙিন ভ্রমরা
যাকনা নেচে!