টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতি নিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে যুবকদের মাঝে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত খেলার সামগ্রী বিতরণ করেন। ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রাজস্ব তহবিলের অর্থায়নে তিনি যুবকদের মাঝে ফুটবল, ভলিবল, নেট ও জার্সি বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম শুকুর,কামরুল ইসলাম প্রমুখ।