Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে পাকা রাস্তায় পাড় বানিয়ে পুকুর খননের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ২২১ Time View

মোঃসাইদুল ইসলাম নওগাঁ,জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলার নিজামপুর গ্রামে সরকারি পাকা রাস্তা পাড় বানিয়ে পুরাতন পুকুর খনন করার অভিযোগ উঠেছে।

নিজামপুর গ্রামের বিকাশ, বকুল, বিমল, রতুল, সুবল, যুগোল, মদন, আদম, তপন গংরা সরকারি পাকা রাস্তাটি পাড় বানিয়ে পুরাতন পুকুর খনন করছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি পাকা রাস্তা পাড় বানিয়ে এভাবেই পুকুরটি খনন করা হলে যে কোন সময় রাস্তাটি পুকুরে বিলিন হয়ে যাবে। সরকারি রাস্তা রক্ষার সার্থে দ্রুত উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের বিকাশ, বকুল, বিমল, রতুল, সুবল, যুগোল, মদন, আদম, তপন গংদের ওই গ্রামের সরকারি পাকা রাস্তার ধারে প্রায় তিন বিঘার একটি পুরাতন পুকুর রয়েছে। ওই পুকুরের কারনে গত বছর সরকারি রাস্তা ধ্বসে যাওয়ায় ওই পুকুরের ধারে সরকার থেকে রাস্তা রক্ষার্থে প্যালাসাইডিং কাজ করা হয়। হটাৎ করে গত কয়েকদিন আগে থেকে ওই পুরাতন পুকুর পূন: খনন কাজ করা হচ্ছে। সেখানে সরকারি পাকা রাস্তা পাড় বানিয়ে রাস্তা হইতে প্রায় ২৫ ফিট গভীর করে পুকুরটি খনন কাজ করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, যেভাবে সরকারি পাকা রাস্তা পাড় বানিয়ে পুকুরটি পূন: খনন করা হচ্ছে এতে করে যেকোন সময় বৃষ্টি হলে এবং পুকুরে পানি দিয়ে মাছ চাষ শুরু করা হলে পুকুরের প্যালাসাইডিং নষ্ট হয়ে রাস্তাটি পুকুরে বিলিন হয়ে যেতে পারে। সরাকরি একমাত্র ওই রাস্তাটি দিয়ে কুবরাতলী, নিজামপুর, কোঁচপাড়া, দিঘীপাড়া, গোনাসহ ৫-৭টি গ্রামের লোকজনের প্রতিনয়িত চলাচল। তাই সরকারি রাস্তাটি রক্ষার সার্থে দ্রুত উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সরকারি রাস্তা পাড় বানিয়ে পুকুর পূন: খনন করার বিষয়ে জানতে চাইলে পুকুরের অংশীদার মালিক বিকাশ চন্দ্র বলেন, আমি গ্রামে থাকি না বাহিরে ব্যবসা করি। আমাদের পুরাতন পুকুরটি সংস্কারের জন্য গুলবর নামে এক স্কেবেটর (ভেকু) ব্যবসায়ীকে কনট্রাক দিয়েছি। আপনারা সাংবাদিকরা ভেকু মালিকের সাথে কথা বলেন বলে ফোনটি কেটে দেন তিনি।
কনট্রাকে পুকুর খননকারী ভেকু ব্যবসায়ী গুলবরের কাছে সরকারি পাকা রাস্তা পুকুর পাড় বানিয়ে পুরাতন পুকুর পূন: খনন করার বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়েই সাংবাদিকদের সাথে অসদাচরন করেন।
এ ব্যাপারে রাণীনগর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ইউএনও মির্জা ইমাম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিলো না সবেমাত্র জানলাম। যদি কেউ সরকারি রাস্তা পুকুর পাড় বানিয়ে পুকুর খনন করে থাকে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

নওগাঁর রাণীনগরে পাকা রাস্তায় পাড় বানিয়ে পুকুর খননের অভিযোগ

Update Time : ০২:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১

মোঃসাইদুল ইসলাম নওগাঁ,জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলার নিজামপুর গ্রামে সরকারি পাকা রাস্তা পাড় বানিয়ে পুরাতন পুকুর খনন করার অভিযোগ উঠেছে।

নিজামপুর গ্রামের বিকাশ, বকুল, বিমল, রতুল, সুবল, যুগোল, মদন, আদম, তপন গংরা সরকারি পাকা রাস্তাটি পাড় বানিয়ে পুরাতন পুকুর খনন করছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি পাকা রাস্তা পাড় বানিয়ে এভাবেই পুকুরটি খনন করা হলে যে কোন সময় রাস্তাটি পুকুরে বিলিন হয়ে যাবে। সরকারি রাস্তা রক্ষার সার্থে দ্রুত উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের বিকাশ, বকুল, বিমল, রতুল, সুবল, যুগোল, মদন, আদম, তপন গংদের ওই গ্রামের সরকারি পাকা রাস্তার ধারে প্রায় তিন বিঘার একটি পুরাতন পুকুর রয়েছে। ওই পুকুরের কারনে গত বছর সরকারি রাস্তা ধ্বসে যাওয়ায় ওই পুকুরের ধারে সরকার থেকে রাস্তা রক্ষার্থে প্যালাসাইডিং কাজ করা হয়। হটাৎ করে গত কয়েকদিন আগে থেকে ওই পুরাতন পুকুর পূন: খনন কাজ করা হচ্ছে। সেখানে সরকারি পাকা রাস্তা পাড় বানিয়ে রাস্তা হইতে প্রায় ২৫ ফিট গভীর করে পুকুরটি খনন কাজ করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, যেভাবে সরকারি পাকা রাস্তা পাড় বানিয়ে পুকুরটি পূন: খনন করা হচ্ছে এতে করে যেকোন সময় বৃষ্টি হলে এবং পুকুরে পানি দিয়ে মাছ চাষ শুরু করা হলে পুকুরের প্যালাসাইডিং নষ্ট হয়ে রাস্তাটি পুকুরে বিলিন হয়ে যেতে পারে। সরাকরি একমাত্র ওই রাস্তাটি দিয়ে কুবরাতলী, নিজামপুর, কোঁচপাড়া, দিঘীপাড়া, গোনাসহ ৫-৭টি গ্রামের লোকজনের প্রতিনয়িত চলাচল। তাই সরকারি রাস্তাটি রক্ষার সার্থে দ্রুত উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সরকারি রাস্তা পাড় বানিয়ে পুকুর পূন: খনন করার বিষয়ে জানতে চাইলে পুকুরের অংশীদার মালিক বিকাশ চন্দ্র বলেন, আমি গ্রামে থাকি না বাহিরে ব্যবসা করি। আমাদের পুরাতন পুকুরটি সংস্কারের জন্য গুলবর নামে এক স্কেবেটর (ভেকু) ব্যবসায়ীকে কনট্রাক দিয়েছি। আপনারা সাংবাদিকরা ভেকু মালিকের সাথে কথা বলেন বলে ফোনটি কেটে দেন তিনি।
কনট্রাকে পুকুর খননকারী ভেকু ব্যবসায়ী গুলবরের কাছে সরকারি পাকা রাস্তা পুকুর পাড় বানিয়ে পুরাতন পুকুর পূন: খনন করার বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়েই সাংবাদিকদের সাথে অসদাচরন করেন।
এ ব্যাপারে রাণীনগর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ইউএনও মির্জা ইমাম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিলো না সবেমাত্র জানলাম। যদি কেউ সরকারি রাস্তা পুকুর পাড় বানিয়ে পুকুর খনন করে থাকে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।