মোঃসাইদুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে জবাই করা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিলভবানীপুর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকে আতাউর রহমানের পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২৪ জুলাই) রাত ৯.০০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত ব্যক্তি নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের মৃত মোজাহার প্রামানিক এর ছেলে উজ্জল হোসেন (২৭)। তিনি স্থানীয় কেবল নেটওয়ার্ক ( ডিস লাইনে) সংযোগ কাজের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর বাজারে আবু সাইদের দোকানে হিসাব করে, বাড়ির উদেশ্যে বের হন। রাতে বাড়ি না ফেরায় তার স্ত্রী, তার মা ও প্রতিবেশি, স্বজনেরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। পরে আজ রবিবার (২৫ জুলাই) সকালে বিলভবানীপুর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকে আতাউর রহমানের পাট ক্ষেত তার লাশ দেখে স্বজনদের খবর দেন এলাকাবাসী।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহত ওই ব্যক্তির লাশটি হাত পায়ের রগ ও গলা কাটা অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া তার গলায়, ও বাম কানে, বাম হাতে পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত পায়ের রগ কেটে মেরে ফেলে পাট ক্ষেতে ফেলে দেয়। লাশটি উদ্ধার করে নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
শিরোনাম:
নওগাঁতে পাট ক্ষেত থেকে জবাই করা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার
-
Reporter Name
- Update Time : ০৬:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- ৯৯ Time View
Tag :
Popular Post