Dhaka ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়ালো ইসি সংস্কার না করে কোনো নির্বাচনেই ভালো ফল পাওয়া যাবে না : কমিশন প্রধান ঢাকায় রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, বাড়বে গরমের অনুভূতি জলবায়ু অভিঘাত মোকাবিলায় টেকসই কর্মসূচি বাড়ানো হবে: পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ১৯১ রানেই অলআউট টাইগাররা প্রধান উপদেষ্টা কাতার সফরে যাচ্ছেন সোমবার

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ফারুক, জানেন না কবরী ও ওয়াসিমের মৃত্যুর খবর

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক:

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন অচেতন ছিলেন বরেণ্য এই অভিনেতা। এখন চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন এবং তার এমআরআই রিপোর্ট ভাল এসেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ফারুকের ক্যারিয়ারের প্রথম নায়িকা কবরী। নিজের জুটি না ফেরার দেশে চলে গেলেও সেই খবর এখনও দেওয়া হয়নি ফারুককে। সেই সঙ্গে নায়ক ওয়াসিমের মৃত্যুর খবরও পাননি তিনি।

ফারুক ও কবরী অভিনীত ১৯৭৫ সালে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় সিনেমা ‘সুজন সখী’। খান আতাউর রহমান পরিচালিত এই সিনেমায় সুজন-সখী চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন ফারুক ও কবরী।

কবরীর সঙ্গে ফারুকের সিনেমাগুলোর মধ্যে রয়েছে- এইচ আকবর পরিচালিত ‘জলছবি’, প্রমোদ কর    পরিচালিত ‘সুজন সখী’, আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘সারেং বৌ’, প্রমোদ কার পরিচালিত ‘দিন যায় কথা থাকে’, নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘ তৃষ্ণা’, শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘আশা’, খান আতাউর রহমান পরিচালিত ‘আরশিনগর’।

সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান কথা বলেছেন নায়ক ফারুকের স্ত্রীর সঙ্গে। সে বিষয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রতিদিন একবার হলেও ফারুক ভাইয়ের খবর নেই। ভাবি জানিয়েছেন, ফারুক ভাই আগের চেয়ে অনেকটাই সুস্থ। তার রিপোর্ট আলহামদুলিল্লাহ ভাল এসেছে। ডাকে সাড়া দিচ্ছেন। বর্তমানে এতটুকুই আপডেট জেনেছি। ফারুক ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

কবরী ও ওয়াসিমের মৃত্যুর খবর এখনও ফারুককে জানানো হয়নি উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘কবরী আপা ও ওয়াসিম ভাইয়ের মৃত্যুর খবর ফারুক ভাইকে জানানো হয়নি।’

অপরদিকে, ফারুকের সর্বশেষ অবস্থার তথ্য জানিয়েছেন তার ছেলে রোশান হোসেন পাঠান।

তিনি জানান, আগের চেয়ে তার বাবার অবস্থা ভালো। যদিও সেভাবে কথা বলতে পারছেন না, তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বাবার সুস্থতার জন্য সবার কাছেও দোয়া চান ফারক-পুত্র।

প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মাসে সিঙ্গাপুরে যান এমপি ফারুক। পরে পরীক্ষা করার পর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এক পর্যায়ে শারীরিক অবস্থার ব্যাপক অবনতি তাকে আইসিইউতে নেওয়া হয়।

উল্লেখ্য, ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬৬ সালে তিনি ছয় দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময়ে তার নামে প্রায় ৩৭টি মামলা দায়ের করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ফারুক ২০১৮ সালে অনুষ্ঠিতব্য একাদশ বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেব নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ফারুক, জানেন না কবরী ও ওয়াসিমের মৃত্যুর খবর

Update Time : ০৭:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক:

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন অচেতন ছিলেন বরেণ্য এই অভিনেতা। এখন চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন এবং তার এমআরআই রিপোর্ট ভাল এসেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ফারুকের ক্যারিয়ারের প্রথম নায়িকা কবরী। নিজের জুটি না ফেরার দেশে চলে গেলেও সেই খবর এখনও দেওয়া হয়নি ফারুককে। সেই সঙ্গে নায়ক ওয়াসিমের মৃত্যুর খবরও পাননি তিনি।

ফারুক ও কবরী অভিনীত ১৯৭৫ সালে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় সিনেমা ‘সুজন সখী’। খান আতাউর রহমান পরিচালিত এই সিনেমায় সুজন-সখী চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন ফারুক ও কবরী।

কবরীর সঙ্গে ফারুকের সিনেমাগুলোর মধ্যে রয়েছে- এইচ আকবর পরিচালিত ‘জলছবি’, প্রমোদ কর    পরিচালিত ‘সুজন সখী’, আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘সারেং বৌ’, প্রমোদ কার পরিচালিত ‘দিন যায় কথা থাকে’, নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘ তৃষ্ণা’, শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘আশা’, খান আতাউর রহমান পরিচালিত ‘আরশিনগর’।

সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান কথা বলেছেন নায়ক ফারুকের স্ত্রীর সঙ্গে। সে বিষয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রতিদিন একবার হলেও ফারুক ভাইয়ের খবর নেই। ভাবি জানিয়েছেন, ফারুক ভাই আগের চেয়ে অনেকটাই সুস্থ। তার রিপোর্ট আলহামদুলিল্লাহ ভাল এসেছে। ডাকে সাড়া দিচ্ছেন। বর্তমানে এতটুকুই আপডেট জেনেছি। ফারুক ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

কবরী ও ওয়াসিমের মৃত্যুর খবর এখনও ফারুককে জানানো হয়নি উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘কবরী আপা ও ওয়াসিম ভাইয়ের মৃত্যুর খবর ফারুক ভাইকে জানানো হয়নি।’

অপরদিকে, ফারুকের সর্বশেষ অবস্থার তথ্য জানিয়েছেন তার ছেলে রোশান হোসেন পাঠান।

তিনি জানান, আগের চেয়ে তার বাবার অবস্থা ভালো। যদিও সেভাবে কথা বলতে পারছেন না, তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বাবার সুস্থতার জন্য সবার কাছেও দোয়া চান ফারক-পুত্র।

প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মাসে সিঙ্গাপুরে যান এমপি ফারুক। পরে পরীক্ষা করার পর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এক পর্যায়ে শারীরিক অবস্থার ব্যাপক অবনতি তাকে আইসিইউতে নেওয়া হয়।

উল্লেখ্য, ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬৬ সালে তিনি ছয় দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময়ে তার নামে প্রায় ৩৭টি মামলা দায়ের করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ফারুক ২০১৮ সালে অনুষ্ঠিতব্য একাদশ বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেব নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।