মোঃ বেলাল হোসেন, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার রোজামনি নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। ঘটনাটি ঘটে শনিবার দুপুর বারোটা নাগাদ। দুপচাঁচিয়া পৌরসভা এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক এর মেয়ে ছিলেন রোজামনি। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর নাগাদ বাচ্চাটি বাড়ির পাশে পুকুরের পাশে খেলছিল। অসাবধানতাবশত খেলতে খেলতে এক সময় বাচ্চাটি পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলি। তিনি আরো জানান, শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।