~~~ডাইরির একটি পাতা~~~ আজমেরী সুলতানা
শুধু কি মনের কিছু কথা?
কাগজে লেখা ডাইরির জীবন!
হাসি,খুশি, কান্না,উপমা,বন্দনা
মানুষের হৃদয়কে করে আচ্ছাদন।
আজ বড় সাহিত্য দর্শন কারা?
অপমান, লাঞ্চনা, তিরস্কার
সয়ে,ঘৃণিত আজ যারা,
পৃথিবীর সুন্দর কথামালা
সৃষ্টি করেছেই তো তারা!
শত শত কবি সাহিত্যিক
কেঁদে ফিরে যুদ্ধে হেরে,
লিখে দগ্ধ আঘাত মনের
চাওয়া না পাওয়া বাসনা,
প্রকাশে কথামালার বর্ণনা।
হাজারো গল্প,কবিতা,উপন্যাস
লিখে যায় কবি সাহিত্যিক,
লেখে জীবন কাহিনি দর্শন
আজ তারা অমর দার্শনিক।
স্মৃতির পাতায় কত স্বপ্নীল
চেপে যাওয়া অনুভূতি
দূর্বলতা,ব্যর্থতা শুধুই খোঁজে ফিরে
তাদের জীবনে ডাইরির একটি পাতা।