এশিয়ান কাপ বাছাইয়ের আগে জর্ডানে ত্রিদেশীয় প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। মে মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় সিরিজে অংশ নেওয়া তৃতীয় দেশ ইন্দোনেশিয়া।
নারী ফুটবল দল ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করছে দুই সপ্তাহ ধরে। তিন দল একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। কোনো ফাইনাল ম্যাচ বা ট্রফি নেই। ২৭ মে জর্ডান যাবে নারী ফুটবল দল। জর্ডানের র্যাংকিং ৭৪, ইন্দোনেশিয়ার ৯৪।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত। জর্ডান থেকে ফিলিস্তিন বেশি দূরে নয়। এই পরিস্থিতিতে জর্ডান যাওয়া কী সমীচীন হবে? এমন প্রশ্নের উত্তরে বাফুফে নারী উইংয়ের প্রধান বলেন, ‘এখন পর্যন্ত খেলার ভেন্যু আম্মানে। ইন্দোনেশিয়াও যাচ্ছে। আমরা বিচার-বিবেচনা করে খেলা নিশ্চিত করেছি।’
ভুটানে খেলতে গেছেন ১০ নারী ফুটবলার। তারা জর্ডান সফরের জন্য ডাক পাবেন কিনা, সেই সিদ্ধান্ত কোচের ওপর ছেড়ে দিলেন বাফুফের এই কর্তা। ২৩ জুন থেকে ৫ জুলাই নারী এশিয়ান কাপের বাছাই।
মিয়ানমারে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দেশসহ বাহরাইন ও তুর্কেমেনিস্তান। এই গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়া কাপ ফুটবলে খেলবে।