Dhaka ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খাতড়া মহকুমা প্রেসক্লাব ও পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের উদ্যোগে বৃক্ষ পরিচর্যা দিবস পালন

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ১২০ Time View

সুবীর মণ্ডল, বাঁকুড়া জেলা প্রতিনিধি :

খাতড়া মহকুমা প্রেসক্লাব ও পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের উদ্যোগে, বৃক্ষ পরিচর্যা দিবস পালন ও অনলাইনে রবীন্দ্র রচনাবলীর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ৯ টায় খাতড়া গ্রন্থাগার ও পেশাজীবি মঞ্চ এবং খাতড়া প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষ পরিচর্যা কর্মসূচি দিবস ও অনলাইনে  রবীন্দ্র রচনাবলী  প্রকাশ অনুষ্ঠান কংসাবতী শিশু বিদ্যালয় প্রাঙ্গণেকোভিড বিধি মেনে অনুষ্ঠিত হয়েছে । বিগত ৫ ই জুন”২১ বিশ্ব পরিবেশ দিবসে যে বৃক্ষ রোপন করা হয়েছিল তা “পর্যবেক্ষণ এবং পরিচর্যা ” করা হল। সেই সাথে অনলাইনে  রবীন্দ্র রচনাবলীর পড়ার শুভ উদ্বোধন করেন   ্পু্রুলিয়া  বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের গ্রন্থাগারিক  মাননীয়  শ্রী প্রণব  হাজরা মহাশয়।  সেই সাথে বিদ্যালয়ের প্রবেশ পথের দু’পাশে দু’টি ঝাউ গাছ রোপন করা হয়।
রোপন করলেন খাতড়া মহকুমা শাসক মাননীয়া মৈত্রী চক্রবর্তী,খাতড়া মহকুমা পুলিশ আধিকারীক মাননীয় কাশিনাথ মিস্ত্রী,খাতড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় অভিক বিশ্বাস, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় বিরজা শংকর পতি মহাশয় ।উপস্থিত ছিলেন বিশিষ্ট অবসরপ্রাপ্ত অধ্যাপক মাননীয় ড: ভীমসেন মাহাতো, বিশিষ্ট শিক্ষক মাননীয় ড: সুবীর মন্ডল, পুরুলিয়া সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গ্রন্থাগারিক মাননীয় প্রণব হাজরা এবং উপস্থিত ছিলেন খাতড়া মহকুমার সাংবাদিক বন্ধুগণ সহ সুধীবৃন্দ।
     
 
এছাড়াও  এই মহতী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  গোড়াবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়  শিক্ষক,  লেখক   ডঃ সুশান্ত কবিরাজ,  মহকুমা প্রেস ক্লাবের সভাপতি  শ্রী সাধন মণ্ডল  ও  সম্পাদক রাহুল কর্মকার  সহ বিভিন্ন সংবাদপত্র ও   টিভি চ্যানেলের   সাংবাদিকগন, প্রেস ক্লাবের সদস্য শ্রী সুশীল  মাহালী ( আনন্দবাজার পত্রিকা), সংবাদ প্রতিদিনের চিত্র সাংবাদিক,   শ্রী পরেশ মাইতি ,( জঙ্গলমহল এক্সপ্রেস ও  সুপ্রভাত উত্তরবঙ্গ সংবাদপত্রের চিত্র  সাংবাদিক, ) সঞ্জয়  বাউরি  ,  আনন্দবাজার পত্রিকার  চিত্র সাংবাদিক  শুভেন্দু    তন্তুবায়,   ২৪ ঘন্টার  টিভি সাংবাদিক  তিমিরবরণ পতি   ,  কংসাবতী শিশু বিদ্যালয়ের  গ্রন্থাগারিক রণজয় সিংহ ঠাকুর, শিক্ষক অরিন্দম  সিনহা, জওহর লাল মল্লিক,  প্রবীর চেল  ও  তন্ময় দত্ত, এবং  আরও অনেকে   ( দৈনিক  সুপ্রভাত উত্তরবঙ্গ সংবাদপত্রের  সাংবাদিক  , বাঁকুড়া জেলার  প্রতিনিধি   । প্রধান শিক্ষক পরীক্ষিত মাহাতোর পৌরোহিত্যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
 মহকুমা  শাসক  সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন, তিনি  বলেন, ” বিশ্ব পরিবেশ   দিবসে যে  গাছ লাগান হয়েছে,  তার রক্ষণাবেক্ষণ  এবং  পরিচর্যা প্রয়োজন, শুধুমাত্র  গাছ লাগালেই হবে না, বাঁচিয়ে রাখতে হবেই     । এবং অঙ্গীকার করুন বছরে কমপক্ষে দশটি গাছ লাগিয়ে রক্ষনাবেক্ষণ করবেন।” এছাড়া মহকুমা পুলিশ আধিকারিক শ্রী কাশীনাথ মিস্ত্রি মহাশয়  বললেন-” একটি গাছ একটি  প্রাণ এই শ্লোগানকে সামনে রেখে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার প্রতিজ্ঞা  গ্রহণ করতে হবে  সবাইকে।”    । পুরুলিয়া  বিশ্ব  বিদ্যালয়ের  গ্রন্থাগারিক, লেখক  সাংবাদিক  সম্মানীয় শ্রী প্রণব হাজরা মহাশয় বললেন ,    “পরিবেশের  জন্য সময় (Time for nature)দিয়ে  একটি গাছ একটি প্রাণ “এই স্লোগান হোক সবার হৃদয়ে ,নিজের এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখুন”। রবীন্দ্র রচনাবলীর  সমস্ত খণ্ডগুলি অনলাইনে  যাতে করোনার আবহে সবাই   ঘরে  থেকে পড়তে   পারেন   তার  শুভ উদ্বোধন করেন। এই মোহময় দুঃসময়ে   মানসিক ভাবে সুস্থ  থাকার  একমাত্র চাবিকাঠি বইপড়া।  মহকুমা  প্রেসক্লাবের  পক্ষ থেকে  মহকুমা শাসককে একটি  স্মারকলিপি প্রদান করা হয়।  বেশকিছু  দাবি  নিয়ে  কথা হয় । মহকুমা শাসকের অফিস  সংলগ্ন একটি প্রেসক্লাবের  প্রেসকর্ণার তৈরির    ব্যাপারে আলোচনা  হয়  এবং মহকুমা শাসক   ইতিবাচক মনোভাব পোষণ করেন।  অনেক দিনের একটা দাবি পূরণ হবার  পথে,এই সংবাদে জেলার গণমাধ্যম ও  সংবাদ পত্রের সঙ্গে  যুক্ত সমস্ত   প্রতিনিধিরা খুশি।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

খাতড়া মহকুমা প্রেসক্লাব ও পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের উদ্যোগে বৃক্ষ পরিচর্যা দিবস পালন

Update Time : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

সুবীর মণ্ডল, বাঁকুড়া জেলা প্রতিনিধি :

খাতড়া মহকুমা প্রেসক্লাব ও পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের উদ্যোগে, বৃক্ষ পরিচর্যা দিবস পালন ও অনলাইনে রবীন্দ্র রচনাবলীর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ৯ টায় খাতড়া গ্রন্থাগার ও পেশাজীবি মঞ্চ এবং খাতড়া প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষ পরিচর্যা কর্মসূচি দিবস ও অনলাইনে  রবীন্দ্র রচনাবলী  প্রকাশ অনুষ্ঠান কংসাবতী শিশু বিদ্যালয় প্রাঙ্গণেকোভিড বিধি মেনে অনুষ্ঠিত হয়েছে । বিগত ৫ ই জুন”২১ বিশ্ব পরিবেশ দিবসে যে বৃক্ষ রোপন করা হয়েছিল তা “পর্যবেক্ষণ এবং পরিচর্যা ” করা হল। সেই সাথে অনলাইনে  রবীন্দ্র রচনাবলীর পড়ার শুভ উদ্বোধন করেন   ্পু্রুলিয়া  বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের গ্রন্থাগারিক  মাননীয়  শ্রী প্রণব  হাজরা মহাশয়।  সেই সাথে বিদ্যালয়ের প্রবেশ পথের দু’পাশে দু’টি ঝাউ গাছ রোপন করা হয়।
রোপন করলেন খাতড়া মহকুমা শাসক মাননীয়া মৈত্রী চক্রবর্তী,খাতড়া মহকুমা পুলিশ আধিকারীক মাননীয় কাশিনাথ মিস্ত্রী,খাতড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় অভিক বিশ্বাস, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় বিরজা শংকর পতি মহাশয় ।উপস্থিত ছিলেন বিশিষ্ট অবসরপ্রাপ্ত অধ্যাপক মাননীয় ড: ভীমসেন মাহাতো, বিশিষ্ট শিক্ষক মাননীয় ড: সুবীর মন্ডল, পুরুলিয়া সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গ্রন্থাগারিক মাননীয় প্রণব হাজরা এবং উপস্থিত ছিলেন খাতড়া মহকুমার সাংবাদিক বন্ধুগণ সহ সুধীবৃন্দ।
     
 
এছাড়াও  এই মহতী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  গোড়াবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়  শিক্ষক,  লেখক   ডঃ সুশান্ত কবিরাজ,  মহকুমা প্রেস ক্লাবের সভাপতি  শ্রী সাধন মণ্ডল  ও  সম্পাদক রাহুল কর্মকার  সহ বিভিন্ন সংবাদপত্র ও   টিভি চ্যানেলের   সাংবাদিকগন, প্রেস ক্লাবের সদস্য শ্রী সুশীল  মাহালী ( আনন্দবাজার পত্রিকা), সংবাদ প্রতিদিনের চিত্র সাংবাদিক,   শ্রী পরেশ মাইতি ,( জঙ্গলমহল এক্সপ্রেস ও  সুপ্রভাত উত্তরবঙ্গ সংবাদপত্রের চিত্র  সাংবাদিক, ) সঞ্জয়  বাউরি  ,  আনন্দবাজার পত্রিকার  চিত্র সাংবাদিক  শুভেন্দু    তন্তুবায়,   ২৪ ঘন্টার  টিভি সাংবাদিক  তিমিরবরণ পতি   ,  কংসাবতী শিশু বিদ্যালয়ের  গ্রন্থাগারিক রণজয় সিংহ ঠাকুর, শিক্ষক অরিন্দম  সিনহা, জওহর লাল মল্লিক,  প্রবীর চেল  ও  তন্ময় দত্ত, এবং  আরও অনেকে   ( দৈনিক  সুপ্রভাত উত্তরবঙ্গ সংবাদপত্রের  সাংবাদিক  , বাঁকুড়া জেলার  প্রতিনিধি   । প্রধান শিক্ষক পরীক্ষিত মাহাতোর পৌরোহিত্যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
 মহকুমা  শাসক  সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন, তিনি  বলেন, ” বিশ্ব পরিবেশ   দিবসে যে  গাছ লাগান হয়েছে,  তার রক্ষণাবেক্ষণ  এবং  পরিচর্যা প্রয়োজন, শুধুমাত্র  গাছ লাগালেই হবে না, বাঁচিয়ে রাখতে হবেই     । এবং অঙ্গীকার করুন বছরে কমপক্ষে দশটি গাছ লাগিয়ে রক্ষনাবেক্ষণ করবেন।” এছাড়া মহকুমা পুলিশ আধিকারিক শ্রী কাশীনাথ মিস্ত্রি মহাশয়  বললেন-” একটি গাছ একটি  প্রাণ এই শ্লোগানকে সামনে রেখে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার প্রতিজ্ঞা  গ্রহণ করতে হবে  সবাইকে।”    । পুরুলিয়া  বিশ্ব  বিদ্যালয়ের  গ্রন্থাগারিক, লেখক  সাংবাদিক  সম্মানীয় শ্রী প্রণব হাজরা মহাশয় বললেন ,    “পরিবেশের  জন্য সময় (Time for nature)দিয়ে  একটি গাছ একটি প্রাণ “এই স্লোগান হোক সবার হৃদয়ে ,নিজের এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখুন”। রবীন্দ্র রচনাবলীর  সমস্ত খণ্ডগুলি অনলাইনে  যাতে করোনার আবহে সবাই   ঘরে  থেকে পড়তে   পারেন   তার  শুভ উদ্বোধন করেন। এই মোহময় দুঃসময়ে   মানসিক ভাবে সুস্থ  থাকার  একমাত্র চাবিকাঠি বইপড়া।  মহকুমা  প্রেসক্লাবের  পক্ষ থেকে  মহকুমা শাসককে একটি  স্মারকলিপি প্রদান করা হয়।  বেশকিছু  দাবি  নিয়ে  কথা হয় । মহকুমা শাসকের অফিস  সংলগ্ন একটি প্রেসক্লাবের  প্রেসকর্ণার তৈরির    ব্যাপারে আলোচনা  হয়  এবং মহকুমা শাসক   ইতিবাচক মনোভাব পোষণ করেন।  অনেক দিনের একটা দাবি পূরণ হবার  পথে,এই সংবাদে জেলার গণমাধ্যম ও  সংবাদ পত্রের সঙ্গে  যুক্ত সমস্ত   প্রতিনিধিরা খুশি।