Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কোভিডে আক্রান্ত হয়ে অকালেই ঝরে গেলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

  • Reporter Name
  • Update Time : ০৪:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ১৪৫ Time View

মহীতোষ গায়েন,মফস্বল সম্পাদক,পশ্চিমবঙ্গ:

পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় আর নেই,কলকাতার এক বেসরকারি হসপিটালে আজ রাত ৯.২৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

তার মৃত্যুর সংবাদে পশ্চিমবঙ্গের সাংবাদিকতা জগত, রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে নেমে এলো শোকের ছায়া। বাংলা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এক চমৎকার ঘরানা তৈরি করেন তিনি।

তার বাচনভঙ্গি, ভাষা চয়ন,ভাষার প্রয়োগ ছিল অভূতপূর্ব। সাবলীলভাবে সত‍্যনিষ্ঠ পথে নির্ভীক সংবাদ পরিবেশনের জন‍্য অঞ্জনদা ছিলেন অতুলনীয়। বয়স হয়েছিল মাত্র ৫৬বৎসর‌।
পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনের খবর পরিবেশন করতে সমস্ত জেলা চষে ফেলেছিলেন তিনি। এই অতিমারিজনিত পরিস্থিতিতে প্রত‍্যন্ত অঞ্চলে গিয়ে আমজনতার সঙ্গে হার্দিক সম্পর্ক স্থাপন করেছিলেন অনায়াস দক্ষতায়। সামান‍্য অসুস্থ হয়ে বাড়িতে এসে সুস্থ হয়ে গেলেও জ্বর কমছেনা দেখে কলকাতার এক বেসরকারি হসপিটালে চিৎকিসাধীন ছিলেন তিনি। হাসপাতালে থাকাকালীন ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। প্রথমে ভেন্টিলেশন পরে একমো সাপোর্ট দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি, অকালেই ঝরে গেলেন তিনি।

প্রেসিডেন্সি কলেজের বাংলায় স্নাতক অঞ্জনদা স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন তিনি। ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে অত্যন্ত মেধাবী এই ছাত্র প্রথমে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে যুক্ত হন, তারপর  ইটিভি নিউজ, এরপর দীর্ঘ ১৫ বছর ২৪ ঘন্টা চ‍্যানেলকে জন্মলগ্ন থেকেই অসামান্য দক্ষতায় জনপ্রিয় করে তোলেন,তারপর আকাশ বাংলায় যোগ দেন,তারপর নিউজ ১৮ বাংলায় যোগ দেন। তারপর ডিজিটাল আনন্দ বাজারে সাংবাদিকতার সাথে সাথে টিভি নাইন বাংলায় যোগ দেন।সাংবাদিকতার নান্দনিক তত্ত্ব নিয়ে আবার ফিরে আসেন জি ২৪ঘন্টার চিফ এডিটর হিসেবে। হসপিটালে অসুস্থ অবস্থায় সংবাদ পরিবেশন কিভাবে করতে হবে তার খুঁটিনাটি নির্দেশনা দিতেও কুণ্ঠিত হননি মৃত্যুর শেষ দিন পর্যন্ত ছিলেন জি ২৪ঘন্টা চ‍্যানেলের মুখ‍্য সাংবাদিক। সবার মুখে মুখে ঘুরতো”আবারও অঞ্জন বন্দ্যোপাধ্যায়” অঞ্জনদা সশরীরে নেই কিন্ত্ত আমাদের সমস্ত মানুষের মনে মননে স্মৃতিতে” আবারও অঞ্জন বন্দ্যোপাধ্যায়” চির ভাস্বর চির শাশ্বত। “আপনার রায়,আর আপনার রায় মানেই অঞ্জন বন্দ্যোপাধ্যায়” সবার মুখে মুখে ঘুরছে। তার মৃত্যুতে আমাদের দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ সংবাদপত্র স্বজন হারানোর বেদনা অনুভব করছে, গভীর শোক প্রকাশ করে শ্রদ্ধাজ্ঞাপন করে তার বিদেহী আত্মার শান্তি কামনে করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

কোভিডে আক্রান্ত হয়ে অকালেই ঝরে গেলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

Update Time : ০৪:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১

মহীতোষ গায়েন,মফস্বল সম্পাদক,পশ্চিমবঙ্গ:

পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় আর নেই,কলকাতার এক বেসরকারি হসপিটালে আজ রাত ৯.২৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

তার মৃত্যুর সংবাদে পশ্চিমবঙ্গের সাংবাদিকতা জগত, রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে নেমে এলো শোকের ছায়া। বাংলা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এক চমৎকার ঘরানা তৈরি করেন তিনি।

তার বাচনভঙ্গি, ভাষা চয়ন,ভাষার প্রয়োগ ছিল অভূতপূর্ব। সাবলীলভাবে সত‍্যনিষ্ঠ পথে নির্ভীক সংবাদ পরিবেশনের জন‍্য অঞ্জনদা ছিলেন অতুলনীয়। বয়স হয়েছিল মাত্র ৫৬বৎসর‌।
পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনের খবর পরিবেশন করতে সমস্ত জেলা চষে ফেলেছিলেন তিনি। এই অতিমারিজনিত পরিস্থিতিতে প্রত‍্যন্ত অঞ্চলে গিয়ে আমজনতার সঙ্গে হার্দিক সম্পর্ক স্থাপন করেছিলেন অনায়াস দক্ষতায়। সামান‍্য অসুস্থ হয়ে বাড়িতে এসে সুস্থ হয়ে গেলেও জ্বর কমছেনা দেখে কলকাতার এক বেসরকারি হসপিটালে চিৎকিসাধীন ছিলেন তিনি। হাসপাতালে থাকাকালীন ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। প্রথমে ভেন্টিলেশন পরে একমো সাপোর্ট দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি, অকালেই ঝরে গেলেন তিনি।

প্রেসিডেন্সি কলেজের বাংলায় স্নাতক অঞ্জনদা স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন তিনি। ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে অত্যন্ত মেধাবী এই ছাত্র প্রথমে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে যুক্ত হন, তারপর  ইটিভি নিউজ, এরপর দীর্ঘ ১৫ বছর ২৪ ঘন্টা চ‍্যানেলকে জন্মলগ্ন থেকেই অসামান্য দক্ষতায় জনপ্রিয় করে তোলেন,তারপর আকাশ বাংলায় যোগ দেন,তারপর নিউজ ১৮ বাংলায় যোগ দেন। তারপর ডিজিটাল আনন্দ বাজারে সাংবাদিকতার সাথে সাথে টিভি নাইন বাংলায় যোগ দেন।সাংবাদিকতার নান্দনিক তত্ত্ব নিয়ে আবার ফিরে আসেন জি ২৪ঘন্টার চিফ এডিটর হিসেবে। হসপিটালে অসুস্থ অবস্থায় সংবাদ পরিবেশন কিভাবে করতে হবে তার খুঁটিনাটি নির্দেশনা দিতেও কুণ্ঠিত হননি মৃত্যুর শেষ দিন পর্যন্ত ছিলেন জি ২৪ঘন্টা চ‍্যানেলের মুখ‍্য সাংবাদিক। সবার মুখে মুখে ঘুরতো”আবারও অঞ্জন বন্দ্যোপাধ্যায়” অঞ্জনদা সশরীরে নেই কিন্ত্ত আমাদের সমস্ত মানুষের মনে মননে স্মৃতিতে” আবারও অঞ্জন বন্দ্যোপাধ্যায়” চির ভাস্বর চির শাশ্বত। “আপনার রায়,আর আপনার রায় মানেই অঞ্জন বন্দ্যোপাধ্যায়” সবার মুখে মুখে ঘুরছে। তার মৃত্যুতে আমাদের দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ সংবাদপত্র স্বজন হারানোর বেদনা অনুভব করছে, গভীর শোক প্রকাশ করে শ্রদ্ধাজ্ঞাপন করে তার বিদেহী আত্মার শান্তি কামনে করছে।