Dhaka ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • ১০৩ Time View

 কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। টিকা প্রয়োগ শুরু হলেও মিলছে না সুখবর।

গত একদিনে সোয়া দুই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছেন ৪ হাজারের অধিক মানুষ। তবে পিছিয়ে সুস্থতা। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩০ হাজার ৪৫৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৯ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৯৭ হাজার ৯৯৪ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৪১ লাখ ১২ হাজার ১১৯ জনে পৌঁছেছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ২৮ লাখ ৮৬ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩২ হাজার ২৯০ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭৮ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৩১ হাজার ৮৯৬ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৫ লাখ ৩১ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২৩ হাজার ৬১৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১২ লাখ ২৬ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪০ হাজার ৪৪৮ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১০ লাখ ৫৩ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭২৪ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৯১ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১১ হাজার ৯৭৫ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৮৭ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৬ লাখ ১০ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২০ হাজার ২৫৩ জনের।

এছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের  মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি

Update Time : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১

 কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। টিকা প্রয়োগ শুরু হলেও মিলছে না সুখবর।

গত একদিনে সোয়া দুই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছেন ৪ হাজারের অধিক মানুষ। তবে পিছিয়ে সুস্থতা। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩০ হাজার ৪৫৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৯ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৯৭ হাজার ৯৯৪ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৪১ লাখ ১২ হাজার ১১৯ জনে পৌঁছেছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ২৮ লাখ ৮৬ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩২ হাজার ২৯০ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭৮ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৩১ হাজার ৮৯৬ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৫ লাখ ৩১ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২৩ হাজার ৬১৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১২ লাখ ২৬ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪০ হাজার ৪৪৮ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১০ লাখ ৫৩ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭২৪ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৯১ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১১ হাজার ৯৭৫ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৮৭ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৬ লাখ ১০ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২০ হাজার ২৫৩ জনের।

এছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের  মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।